বান্দরবানে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্য্য, আচারাদি ও প্রার্থনার মধ্যদিয়ে পালিত হয়েছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’।
রবিবার রাত ১২টা ১ মিনিটে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে প্রধান ধর্মীয় উৎসব বড়দিন শুরু হয়। এই দিনকে ঘিরে সকালে বান্দরবান জেলা সদরের ব্যাপটিষ্ট গীর্জা ও ফাতেমা রানী ক্যাথলিক গীর্জায় আয়োজন করা হয় সমবেত প্রার্থনা।
বান্দরবান শহর কালাঘাটা,ফারুক পাড়া,লাইমি পাড়া,কানা পাড়া, বান্দরবান বিভিন্ন এলাকায় খ্রিষ্টান ধর্মালম্বী শিশু, নারী ও পুরুষেরা সমবেত প্রার্থনায় মিলিত হয়ে আগামী দিনের অনাগত সুখের জন্য বিশেষ প্রার্থনা করেন। প্রার্থনায় আত্মশুদ্ধির মধ্য দিয়ে নতুন বছরের সুখ শান্তির প্রত্যাশা করে সকলে।