সাতকানিয়ায় শিশু শ্রেণি পড়ুয়া অতি আদরের নাতনিকে ধর্ষণের খবর শুনে হতবিহ্বল নানা আব্দুল জলিল (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
আজ (বৃহস্পতিবার) সকাল সাতটার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান।
জলিল খাগরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড গণিপাড়া বক্কর বাড়ির মৃত বসরত আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
আব্দুল জলিলের শ্যালক গ্রাম পুলিশ রফিক আহমদ বিষয়টি নিশ্চিত করে সমকালকে বলেন, আমার দুলাভাই নাতনিকে খুব বেশি আদর করতেন। যেখানেই যেত নাতনিকে সাথে সাথে নিয়ে যেতো। এ ধর্ষণের ঘটনা শুনার পর থেকে কারো সাথে তিনি কথা বলছিল না। খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়ে ঘরের এক কোণে বসে দিন-রাত কান্না করছিল। আজ (বৃহস্পতিবার) সকালে ঘুম থেকে উঠছে না দেখে তাকে ডাকতে গেলে দেখা যায়, তিনি আর নেই। আজ বৃহস্পতিবার আসরের নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে, ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদি হয়ে গত বুধবার মধ্যরাতে মো. ইউচুপকে আসামি করে সাতকানিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ধর্ষণের ঘটনার তিন দিন অতিবাহিত হলেও ধর্ষককে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ধর্ষকের পক্ষ থেকে ধর্ষিতার স্বজনদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে ধর্ষিতা শিশুর খালাতো ভাই মো. মহসিন বলেন, আমাকে ও আমাদের আত্মীয়-স্বজনদের টাকা দিয়ে বিষয়টি মিমাংসা করার জন্য বলা হচ্ছে। মিমাংসা না করলে আমাদের যে কাউকে জানে মেরে ফেলবে বলেও হুমকি দেওয়া হচ্ছে। আমাদের প্রাণ থাকতে এ রকম জঘন্য বিষয়ে আমরা কারো সাথে আপস করব না।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, ধর্ষিতা শিশুটির মা বাদী হয়ে বুধবার রাতে ইউচুপকে একমাত্র আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। ধর্ষিতা শিশুটি এখনও চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সুস্থতাবোধ করলে তাকে আদালতে পাঠানো হবে জবানবন্দি গ্রহণের জন্য। ধর্ষককে গ্রেপ্তারের জন্য আমরা বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছি।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৬ডিসেম্বর) দুপুরে বার্ষিক পরীক্ষা শেষে ঘরে ফেরার পথে টাকা ও চকলেট দেওয়ার কথা বলে সাঙ্গু নদীর তীরে ঝোপেঝাড়ে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায় ধর্ষক।