ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে নগরীর জামালখান এলাকার সাদিয়া’স কিচেনকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৭ ডিসেম্বর) নগরের জামাল খান এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।
অভিযান পরিচালনাকালে ডিপ ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার খোলা অবস্থায় সংরক্ষণ করা, মেয়াদোত্তীর্ণ দই দিয়ে লাচ্ছি বানানো ও পণ্যের গায়ে ডাবল স্টিকার লাগিয়ে ফিরনি বিক্রি করতে দেখা যায় ওই প্রতিষ্ঠানকে।
এ বিষয়ে মো. আনিছুর রহমান বলেন, নগরের জামালখান এলাকার সাদিয়া’স কিচেনে গিয়ে কিছু অনিয়ম দেখতে পাই আমরা। মেয়াদোত্তীর্ণ দই দিয়ে লাচ্ছি বানাচ্ছিল যা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করি। পাশাপাশি ডাবল স্টিকার লাগিয়ে মেয়াদোত্তীর্ণ ফিরনি বিক্রি করায় আরো ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, এছাড়া মেয়াদোত্তীর্ণ ও অনুমোদিত ঔষধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির জন্য দোকানে রাখায় একই এলাকার শিবলী ফার্মেসিকে ২০ হাজার, জামাল খান ফার্মেসিকে ১০ হাজার ও মেমোরি ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করেছি। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।