ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পিকআপভ্যান থেকে টোল আদায়কে কেন্দ্র করে ধারাভাঙ্গা ও মুক্তারামপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হন।
শনিবার ৩ ডিসেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত দফায় দফায় উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধারাভাঙ্গা ও মুক্তারামপুর গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনা নিশ্চিত করে নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, মুক্তারামপুর-ধরাভাঙ্গা সড়কে পিকআপ ভ্যান থেকে টোল আদায়কে কেন্দ্র করে মুক্তারামপুর গ্রামের বাসিন্দা ইব্রাহীম মিয়ার সঙ্গে ধরাভাঙ্গা গ্রামের রহিম মিয়ার কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
ঘটনার জের ধরে শনিবার ৩ ডিসেম্বর সকাল থেকে মুক্তারামপুর ও ধরাভাঙ্গা গ্রামের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে ।সংঘর্ষের এক পর্যায়ে মুক্তারামপুর গ্রামের বাসিন্দা শীতল মিয়া (৫৫) গুরুতর আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় নরসিংদীর একটি হাসপাতালে মারা যান তিনি। ঘটনায় আহত বাকীদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।