গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Saturday, 18 May 2024

টানা দ্বিতীয়বারের মতো গ্রুপ পর্বেই জার্মানির বিদায়

স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানিকে। কোস্টারিকাকে হারিয়েও বিশ্বকাপের নকআউটে যেতে পারলনা চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এ নিয়ে টানা দুই বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেল জার্মানরা।

তবে শেষ ম্যাচের পরিসংখ্যানে জয় তো লাগতই, সেই সঙ্গে স্পেন-জাপানের গ্রুপের আরেক ম্যাচের ফলাফলের দিকে চেয়ে থাকা লাগত। হলোও ঠিক তেমনই এক ম্যাচ। কোস্টারিকার বিপক্ষে ৪-২ গোলে জিতেও কোনোই লাভ হলো না জার্মানির। এশিয়ান জায়ান্ট জাপানের কাছে ২-১ গোলে হেরে গেছে স্পেন। যার ফলে ‘ই’ গ্রুপ থেকে জিতেও টানা দ্বিতীয়বার গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

শুক্রবার (২ ডিসেম্বর) দোহার আল বাইত স্টেডিয়ামে জয় ভিন্ন কোনো ফল হলে বিদায় নিশ্চিত জানা ম্যাচের শুরু থেকেই কোস্টারিকার সামনে আক্রমণের পসরা সাজিয়ে বসে জার্মানরা। তবুও গোল আদায় করতে পারছিল না জামাল মুসিয়ালা, গুনাব্রি এবং জশুয়া কিমিচরা। তবে ম্যাচের ১০তম মিনিটে কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাস কিছু বুঝে ওঠার আগেই গুনাব্রি গোল করে জার্মানিকে লিড এনে দেন।

এরপরও জার্মানরা বারবার আক্রমণ করেও একা নাভাসের কাছে পরাস্ত হয় পড়েন। প্রথমার্ধে নিশ্চিত কয়েকটি গোল বাঁধিয়ে দলকে রক্ষা করেন পিএসজির এই গোলকিপার। ফলে শেষ পর্যন্ত ওই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় ন্যুয়ারের দল। তবে দ্বিতীয়ার্ধে কোস্টারিকা দুর্দান্ত ফুটবল খেলে জার্মানিকে ভড়কে দেয়।

৫৮তম মিনিটে দুর্দান্ত এক গোল করে কোস্টারিকাকে সমতায় ফেরান ইয়েলৎসিন তাজেদা। ডি-বক্সে ওয়াটসনের হেড ম্যানুয়েল ন্যুয়ার ঝাঁপিয়ে পড়ে রক্ষা করলেও হাতে ধরে রাখতে পারেননি। ফলে ফিরতি সময়ে শট করে গোল আদায় করে দেন তাজেদা। এরপর ৭০তম মিনিটে আবারও গোল করেন কোস্টারিকার হুয়ান পাবলো ভার্গাস। বাতাসে ভেসে আসা বলে আলতো করে হেড করেন ভার্গাস। ম্যানুয়েল ন্যুয়ার কিছু বুঝে ওঠার আগেই বল চলে যায় জার্মানির জালে।

ফলে বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের অশনিসংকেত চেপে বসে। সেই সঙ্গে আগের ম্যাচে স্পেনের হারের মুখে থাকায় কোস্টারিকার সামনে নকআউটে জায়গা করে নেওয়ার সুযোগ চলে আসে। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি কোস্টারিকানরা। ৭৩, ৮৫ ও ৮৯ মিনিটে তিন গোল গোল হজম করে বসে তারা।

থমাস মুলারের পরিবর্তে মাঠে নেমে হাভার্টজই জোড়া গোল করে দলকে হারের মুখ থেকে জয় এনে দেন। আর শেষ গোলটি আসে নিকলাস ফুলক্রুগের পা থেকে। লাইন্সম্যান ফ্ল্যাগ তুলে অফসাইডের সংকেত দিলেও ফুলক্রুগ অফসাইড ছিলেন না। তাই ভিএআর চেক করে গোল দেয়া হয় জার্মানির পক্ষে। যার ফলে কাতার বিশ্বকাপের শেষ ম্যাচে জয় পেলেও বিদায় নিতে হলো ইউরোপিয়ান জায়ান্ট জার্মানিকে।

সর্বশেষ

বিএনপি ও তাদের দোসরদের মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি একটা জালিয়ত রাজনৈতিক দল উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এবং...

কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন, সে...

চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় প্রক্সি, আটক যুবক

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ...

খুলশীতে অবৈধ অস্ত্রসহ কিশোরগ্যাং লিডার হেলাল চৌধুরীসহ গ্রেপ্তার ৭

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ কিশোর গ্যাং...

রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে ২ ইউপিডিএফ সদস্য নিহত

রাঙামাটির লংগদুতে প্রতিপক্ষের গুলিতে দুই ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে।শনিবার...

নগরীতে সংঘবদ্ধ চাঁদবাজ চক্রের ২ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে...

আরও পড়ুন

বিশ্বকাপ দল ঘোষণা বাংলাদেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।মঙ্গলবার (১৪ মে) দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী...

৩ মিনিটের ঝড়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ

কথায় আছে না, হারের আগে হার নয়! সেটাই যেন প্রমাণ করল রিয়াল মাদ্রিদ। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮৮ মিনিট পর্যন্ত তারা পিছিয়ে ছিল ১-০ গোলে।...

পিএসজিকে হারিয়ে ১১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডর্টমুন্ড

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে পিএসজিকে হারিয়ে ১১ বছর পর ফাইনালে উঠলো বুরুশিয়া ডর্টমুন্ড। মঙ্গলবার রাতে প্যারিসে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে পিএসজিকে ১-০ গোলে হারিয়েছে ডর্টমুন্ড। তাদের...

মেসি গোল করলেন ১টি, করালেন ৫টি

এবার ভিন্ন চরিত্রে হাজির হলেন লিওনেল মেসি। যেখানে গোল করে নয়, করিয়ে খুঁজে নিলেন আত্মতৃপ্তি। ইন্টার মায়ামির জার্সিতে যেন ভিন্ন এক আবহ তৈরি করলেন...