চকরিয়ায় ট্রাক ও মোটর সাইকেল সংঘর্ষে শহিদ নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) বিকাল ৪ টার দিকে আঞ্চলিক মহাসড়ক পেকুয়া-চকরিয়া বাঘগুজারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি পেকুয়া উপজেলার পূর্ব মেহের নামা এলাকার মোহাম্মদ শাহ আলমের ছেলে। শহিদ পহরচাঁদা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ।
দূর্ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় মোটর সাইকেল আরোহী শহিদকে উদ্ধার করে চকরিয়া ইউনিক হাসপাতালে নিয়ে যায়,সেখানে তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি উদ্ধার করে থানা নিয়ে আসে। নিহতের পরিবার থেকে কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।