চকরিয়ায় বিশেষ অভিযানে চকরিয়া ৩৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ১২ টার পর থেকে সকাল উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সহকারী পুলিশ অফিসার (চকরিয়া সার্কেল) তফিকুল ইসলাম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে চকরিয়া থানার পুলিশের চৌকস দল চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ জন সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৩৯ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ৩৯ জন মধ্যে ২ জন সাজাপ্রাপ্ত, ১৮ জন সিআর ও ১৯ জন জিআর মামলার আসামি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, চকরিয়া থানার বিভিন্ন মামলার আসামিগুলো আদালতে আত্নসমর্পণ না করে এলাকায় ঘুরাঘুরি করছে,সেজন্য আমরা অভিযান চালিয়ে এসব আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছি।গ্রেফতারকৃত আসামি গুলো আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া এ অভিযান চলমান থাকবে।