Friday, 15 November 2024

চট্টগ্রামে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

নয়ন শীল

ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যমেরার মাধ্যমে ঢাকার নির্বাচন কমিশন সচিবালয় ও চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস থেকে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করার মাধ্যমে চট্টগ্রামসহ সারাদেশে জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

সোমবার ১৭ অক্টোবর চট্টগ্রামের ১৫ উপজেলা সদরে স্থাপিত ভোটকেন্দ্রে সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে এক টানা ২টা পর্যন্ত। এতে জেলার ২৭৩০ জন ভোটার তাদের ভোট প্রদান করবেন। এবার নির্বাচনে ইভিএমে এ ভোটগ্রহণ চলছে।

ভোটগ্রহণ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি, কোস্টগার্ড ও র‌্যাবের সদস্যরা দায়িত্ব পালন করছে।

ভোট গ্রহণ বিষয়ে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ পরিবেশে জেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে একাধিক ইভিএম রাখা হয়েছে। এছাড়া সিসিটিভি ও ইভিএম মেশিন সচল রাখার স্বার্থে এবং ভোটাররা সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করার স্বার্থে ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলামের প্রতিদ্বন্দ্বী হয়ে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী জাতীয় স্বাধীনতা পার্টির (নিবন্ধন প্রক্রিয়াধীন) মহাসচিব জয় প্রকাশ নারায়ণ রক্ষিত।

নির্বাচনের পূর্বে স্বতন্ত্র প্রার্থী জয় প্রকাশ নারায়ণ রক্ষিত তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে প্রতিপক্ষের চাপ প্রয়োগের অভিযোগ করেলেও এসব অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম।

জেলা পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে প্রদীপ রনজন চক্রবর্তী, ৬ নম্বর ওয়ার্ডে কাজী আবদুল ওহাব, ৭ নম্বর ওয়ার্ডে আবুল কাশেম চিশতী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে ২ নম্বর ওয়ার্ডে আ.ম.ম দিলসাদ, মোঃ শওকতুল আলম, ৩ নম্বর ওয়ার্ডে মোঃ নুরুন্নবী ভুট্টো, মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মিজানুর রহমান, সাহেদ সরওয়ার শামীম, মোঃ আলাউদ্দীন, মোহাম্মদ সাখাওয়াত হোসেন. কামরুল হোসেন আলাল, ৪ নম্বর ওয়ার্ডে মোঃ আমান উল্লা খাঁন চৌধুরী, আখতার উদ্দীন মাহমুদ, ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আবু আলম, গোলাম মোস্তফা, জাফর আহমেদ, মোহাম্মদ আলমগীর, মোঃ নুরুল আবছার, এইচ এম আলী আবরাহা, মোঃ মনজুর হোসেন চৌধুরী, মোঃ এজাহার মিয়া, মোঃ সেলিম উদ্দীন, ৮ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইউনুছ, বোরহান উদ্দিন এমরান, ৯ নম্বর ওয়ার্ডে ইসলাম আহমদ, অধ্যাপক মোঃরাশেদুল হাসান, ১০ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শাহাদাত হোসেন, দেবব্রত দাশ, ১১ নম্বর ওয়ার্ডে মোঃ শেখ টিপু চৌধুরী, আবু আহমেদ চৌধুরী, ১২ নম্বর ওয়ার্ডে এস এম আলমগীর চৌধুরী, মোহাম্মদ আবুল বশর, ১৩ নম্বর ওয়ার্ডে সাহাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ আবদুল আজিজ চৌধুরী, কল্যাণ বড়ুয়া, মোঃহামিদ উল্লাহ, মোঃ নুরু হোছাইন, এম. জিললুল করিম শরীফি, মোজাম্মেল হক সিকদার, মোহাম্মদ আলমগীর কবির, মোঃ খালেকুজ্জমান, ১৪ নম্বর ওয়ার্ডে মনির আহমদ, গোলাম ফেরদৌস রুবেল, আব্দুল আলীম ও ১৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ এরফানুল করিম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে সংরক্ষিত আসনে ১ নম্বর ওয়ার্ডে জাহান আরা নাজনীন, ইয়াছমনি আক্তার কাকলী, রওশন আরা বেগম, ইসমত আরা সুলতানা, নার্গিস আকতার, ২ নম্বর ওয়ার্ডে দিলোয়ারা ইউসুফ, জুবাইদা ছরওয়ার চৌধুরী নিপা, অ্যাডভোকেট উম্মে হাবিবা, ৩ নম্বর ওয়ার্ডে তাহমিনা আক্তার চৌধুরী, জগদা চৌধুরী, মোস্তফা রাহিলা চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ডে মোছাম্মৎ দিলু আরা বেগম, রেহানা বেগম ফেরদৌস চৌধুরী, সাজেদা বেগম, মোছাম্মৎ ফারহানা আফরীন জিনিয়া ও ৫ নম্বর ওয়ার্ডে দিলোয়ারা বেগম, রুখসানা আকতার, শিকু আরা বেগম, তসলিমা আকতার, সুরাইয়া খানম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ

চকরিয়ার বিষফোঁড়া সিএনজি -টমটম স্টেশন

পর্যটন নগরী কক্সবাজারের প্রবেশদ্বার চকরিয়া পৌরশহরের যানজট যেনো নিত্য...

গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

গণপ্রকৌশল দিবস  এবং আইডিইবি (ইনষ্টিটিশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স)'র ৫৪...

চন্দ্রঘোনা থানায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে  দুই বছর...

কর্ণফুলীর ওসিসহ ১২ পরিদর্শকের বদলি

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও...

মাউশি চট্টগ্রামের পরিচালক হলেন অধ্যাপক ফজলুল কাদের, উপ-পরিচালক ফরিদুল 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের নতুন পরিচালক...

কপ২৯ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

রাজধানী বাকুতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন...

আরও পড়ুন

কর্ণফুলীর ওসিসহ ১২ পরিদর্শকের বদলি

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও জেলার পরিদর্শক পদমর্যাদার ১২ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও রেঞ্জে বদলি করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর)...

মাউশি চট্টগ্রামের পরিচালক হলেন অধ্যাপক ফজলুল কাদের, উপ-পরিচালক ফরিদুল 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের নতুন পরিচালক হিসেবে প্রেষণে দায়িত্ব পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. ফজলুল কাদের চৌধুরী। বৃহস্পতিবার (১৪...

কপ২৯ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

রাজধানী বাকুতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।কনফারেন্স অব পার্টিস-২৯ (কপ২৯) সম্মেলনে যোগদান শেষে আজ বৃহস্পতিবার দিবাগত রাতে...

রাষ্ট্রীয় খরচে আজীবন চিকিৎসা পাবেন গণঅভ্যুত্থানে আহতরা

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের আজীবন রাষ্ট্রীয় খরচে চিকিৎসা দেওয়া হবে।আজ বৃহস্পতিবার(১৪ নভেম্বর ) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতার...