চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালীতে রাসেল আজম বাহাদুর (৩৫) নামে এক যুবক দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে বদরখালী বাজারে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত যুবক রাসেল বদরখালী ইউনিয়নের নুরুল ইসলাম বাহাদুরের ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানায়, তুচ্ছ বিষয়ের জের ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা এ ঘটনাটি করেছে বলে জানা যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, বদরখালী বাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় । সেখান থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলে,নিহতের পরিবার অভিযোগ করার সাথে সাথে আইনানুগ ব্যবস্থা করা হবে।