গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Monday, 20 May 2024

শেখ মণি’র রাজনৈতিক ও সামাজিক দর্শন ছিল দেশপ্রেম ও বঙ্গবন্ধুর আদর্শ: সাংসদ মোছলেম উদ্দিন

সিনিয়র রিপোর্টার

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, শেখ ফজলুল হক মণি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, সাংবাদিক, কলাম লেখক, ছোট গল্পকার, তাত্ত্বিক, দার্শনিক ও দূরদর্শী রাজনীতিবিদ।

তিনি যুব রাজনীতির মহানায়ক। শেখ ফজলুল হক মণির রাজনৈতিক ও সামাজিক দর্শন ছিল দেশপ্রেম ও বঙ্গবন্ধুর আদর্শ। ঘাতকরা জানত বঙ্গবন্ধুকে আঘাত করতে হলে শেখ মণিকে আগে আঘাত করতে হবে।

তাঁর রাজনৈতিক জীবন ছিল সরাসরি বঙ্গবন্ধুর নির্দেশনায় পরিচালিত। বঙ্গবন্ধু তাঁকে নিজের হাতে গড়ে তুলেছিলেন। শেখ মণি বেঁচে থাকলে ঘাতকরা কখনই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সরকার পরিচালনা করতে পারত না।

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে শেখ ফজলুল হক মনি স্মৃতি পরিষদ চট্টগ্রাম আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও শেখ ফজলুল হক মনি স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

সাংসদ মোছলেম উদ্দিন আরো বলেন, শেখ ফজলুল হক মনি ছিলেন মেধাবী ও সাহসী। সেই সময়ের বক্র রাজনীতির মধ্যেও তিনি আইয়ুব খানের মসনদ কাঁপিয়ে দিয়েছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম এই সংগঠক চৌকস রাজনৈতিক পরিচয়ে বিশ্ব সমাদৃত।

দেশের ইতিহাস শেখ ফজলুল হক মণিকে ধারণ করেছে একজন প্রজ্ঞাবান সাংবাদিক ও সুলেখক হিসেবে। আপদমস্তক দেশপ্রেমে গড়ে ওঠা এই মানুষটি বাংলার স্বাধীনতা সংগ্রামে কৃতিত্বপূর্ণ অবদানের কারণে বিপ্লবী বীর খেতাব পান মাত্র ৩৫ বছর বয়সেই।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও শেখ ফজলুল হক মণি স্মৃতি পরিষদ, চট্টগ্রামের আহবায়ক মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে, যুগ্ম-আহবায়ক ও দক্ষিণ জেলা যুবলীগ নেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাবেক মহাসচিব মুক্তিযোদ্ধা আবুল হাসেম, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মীর মোহাম্মদ মহিউদ্দিন।

বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক আবু জাফর, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক বোরহান উদ্দিন মো: এমরান, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, নুরুল আবছার হীরা, সফিকুল আলম, এম হোসাইন কবির, সৈয়দ মেজবাহ উদ্দিন পাপ্পু, জমির উদ্দিন, নঈমুল হক পারভেজ, রিদুয়ানুল হক টিপু, আওয়ামীলীগ নেতা মো: ওয়াসিম মুরাদ, অধ্যাপক আবু নঈম চৌধূরী, মোশাররফ হোসেন, খালেদা আক্তার চৌধুরী, দিপীকা বড়ুয়া, জান্নাত আরা মঞ্জু, নুর নাহার জালাল, জীবন আরা বেগম, তৃষণ সেন গুপ্ত, হাসান উল্লাহ চৌধুরী, সায়েম কবির, হাবিবুল্লাহ খান সোহেল, জগদা চৌধুরী ঘোষ সুপ্রিয়া, সঞ্জয় ভঞ্জ জিতু, সঞ্জয় দে, আরিফুল হাসান রুবেল, আবুল হাসনাত মো: ফয়সাল, কামরুল হাসান বাবু, মোছলেম উদ্দিন, এস এম মামুনুর রশিদ ছিদ্দিকী, এনামুল হক মজুমদার, মো: ফোরকান প্রমুখ।

সর্বশেষ

ট্রাফিক বিভাগের অভিযানে ১১৯০ টি গাড়ি আটক

সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা আনায়নের টানা ১৯ দিনের অভিযান...

অভিযোগ প্রতিকার ও সুশাসন প্রতিষ্ঠা বিষয়ে পিআইডিতে সভা

আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ‘অভিযোগ প্রতিকার...

চলতি বছরে ২৪ লক্ষ বৃক্ষে শোভিত হবে চট্টগ্রাম : জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ...

৯০ বছর বয়সে চশমা ছাড়া করেন কাঁথা সেলাই

চট্টগ্রাম মহানগর এলাকার উত্তর কাট্রলির প্রশান্তি আবাসিক এলাকার মীনা...

কেএনএফ’র বিরুদ্ধে কঠোর হুশিয়ারী বম জনগোষ্ঠীর

কেএনএফ সন্ত্রাসীদের অপরাধমূলক কার্যকলাপের কারণে আজ সাধারণ বম জনগোষ্ঠীরা...

কক্সবাজারে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি...

আরও পড়ুন

ট্রাফিক বিভাগের অভিযানে ১১৯০ টি গাড়ি আটক

সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা আনায়নের টানা ১৯ দিনের অভিযান পরিচালনা করে মোট ১১৯০টি গাড়ি আটকপূর্বক ডাম্পিংয়ে প্রেরণ করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগ।গত...

অভিযোগ প্রতিকার ও সুশাসন প্রতিষ্ঠা বিষয়ে পিআইডিতে সভা

আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) চট্টগ্রাম কর্তৃক আয়োজিত ‘অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা ও সুশাসন প্রতিষ্ঠা’ বিষয়ে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৯ মে রোববার সকাল সাড়ে...

৯০ বছর বয়সে চশমা ছাড়া করেন কাঁথা সেলাই

চট্টগ্রাম মহানগর এলাকার উত্তর কাট্রলির প্রশান্তি আবাসিক এলাকার মীনা হাউজ এর তৃতীয় তলা। রবিবার (১৯ মে) রাত সাড়ে ৮ টায় দেখা মেলে ৯০ বছর...

কেএনএফ’র বিরুদ্ধে কঠোর হুশিয়ারী বম জনগোষ্ঠীর

কেএনএফ সন্ত্রাসীদের অপরাধমূলক কার্যকলাপের কারণে আজ সাধারণ বম জনগোষ্ঠীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তাদের কারণে সাধারণ বম জনগোষ্ঠীরা এখন ভয়ে নিজ বাড়িঘর ছেড়ে জঙ্গলের...