বহুল আলোচিত নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে অপর একটি অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ৪ আগস্ট দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) সাবিনা ইয়াসমিনের আদালত এই রায় প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা ও দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি মোঃ সালাহ উদ্দীন সুইট বলেন, ২০১৪ সালের একটি অস্ত্র মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।এসময় আরও দুটি মামলার সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। অপর একটি অস্ত্র মামলায় তিন জনের ও একটি মাদক মামলায় এক জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে।
এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ আসাদুজ্জামান বলেন, নূর হোসেনের বিরুদ্ধে আজ তিনটি মামলার কার্যক্রম পরিচালনা করেছেন আদালত। এরমধ্যে দুটি অস্ত্র মামলার একটিতে যাবজ্জীবন এবং অপর অস্ত্র মামলায় তিন জনের সাক্ষ্যগ্রহণ হয়।
এছাড়া আরেকটি মাদক মামলায় একজনের সাক্ষ্য নেওয়া হয়। রায় ঘোষণার পূর্বে নূর হোসেনকে কঠোর নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। মামলার রায় কার্যক্রম শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
২০১৪ সালের ১৫ মে সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়া এলাকায় নূর হোসেনের বাড়ি হতে একটি রিভলবার, ৮ রাউন্ড গুলি ও ৮ টি শটগানের কার্তুজ উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেন সিদ্ধিরগঞ্জ থানার এস আই মাসুদ খান।