চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আদালতের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ২৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৯জুলাই) দিবাগত রাতে পুলিশের পৃথক কয়েকটি টীম এ অভিযান চালায়।
চকরিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জুয়েল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত ২৯জন আসামির বিরুদ্ধে ৫৫টি ওয়ারেন্ট (গ্রেফতারি পরোয়ানা) রয়েছে।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানিয়েছেন, গ্রেফতারকৃত ২৯জন আসামিকে আজ সকালে(১৯ জুলাই) আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।