চট্টগ্রামের বাঁশখালীতে বিষপান করে ২৪ বছর বয়সী এক যুবক আত্মহত্যা করেছেন।আত্মহত্যা করা ওই যুবকের নাম ফখরুদ্দিন।
আজ বুধবার (৬ জুলাই) দুপুর দেড়টায় উপজেলার ৯ নম্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুনকিরচর মল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিষপান করা মো. ফখরুদ্দিন ওই এলাকার আব্দুর সবুরের ছেলে।
পুলিশ কর্মকর্তা সাদেকুর রহমান বলেন, মুমূর্ষু অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়েছিল। তবে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। কেনো আত্মহত্যা করেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা প্রাথমিকভাবে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।