চকরিয়ায় রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় প্রাণ গেল পথচারী মনির আহমদের (৭৫) ।
শনিবার (২১মে) সকাল ১০ টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং লালব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এতে গাড়িটি রাস্তার পাশ খাদে পড়ে ড্রাইবারও গুরতর আহত হয়।
নিহত মনির সাতকানিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের মৃত আবুল খাইরের ছেলে। পেশায় বরকত মিয়ার হ্যাচারীর ম্যানেজার ছিলেন ।
এদিকে গাড়িটি স্বাস্থ্য মন্ত্রনালয় চট্টগ্রামের উপপরিচালকের ব্যবহৃত সরকারি গাড়ি বলে জানা যায়।
চিরিংগা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোরশেদুল আলম ভূইয়া বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যায় সেখান থেকে মনির আহমদের লাশ ও গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এতে ড্রাইভার আহত হয়েছিল তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেছে । শেষ খবব পাওয়া পর্যন্ত লাশটি এখনো থানায় রয়েছে।