কক্সবাজারের চকরিয়া উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব- ১৭ )এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মে) বিকালে চকরিয়া শেখ রাসেল মিনি স্টোডিয়ামে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, চকরিয়া পৌরসভা মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) রাহাত-উজ-জামান,কক্সবাজার সহকারী পুলিশ সুপার(চকরিয়া সার্কেল)তফিকুল ইসলাম,চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন-সম্পাদক জামাল উদ্দিন জয়নাল,বদরখালী ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ ও চকরিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত ওসমান প্রমুখ।
টুর্নামেন্টের বালক ইভেন্টে প্রতিদ্বন্দ্বীতা করেন চকরিয়া পৌরসভা ফুটবল একাদশ বনাম ডুলাহাজারা ইউনিয়ন ফুটবল একাদশ ।
এতে চকরিয়া পৌরসভা ফুটবল একাদশ ডুলাহাজারা ইউনিয়ন ফুটবল একাদশকে ০-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অপরদিকে বালিকা ইভেন্টে প্রতিদ্বন্দ্বীতা করেন চকরিয়া পৌরসভা ফুটবল একাদশ বনাম চকরিয়া উপজেলা ফুটবল একাদশ ।
এতে চকরিয়া উপজেলা ফুটবল একাদশ চকরিয়া পৌরসভা ফুটবল একাদশকে ০-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষ টুর্নামেন্টের বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।