টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে দুই ম্যাচের সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে শ্রীলঙ্কা দল। ১৫ মে থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই টেস্টের সিরিজ।
ম্যাচ দুইটির জন্য টিকিট মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণাকালে টিকিট মূল্য জানানো হয়।
দুটি টেস্টের টিকিটের সর্বনিম্ন মূল্য ৫০ টাকা এবং সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা। চট্টগ্রাম টেস্টের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গ্র্যান্ড টেস্ট এবং রুফটপের টিকিটের দাম ৫০০ টাকা। এছাড়াও, দর্শনার্থীরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে ৩০০ টাকা, ক্লাব হাউস ৩০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা এবং ওয়েস্টার্ন স্ট্যান্ড ৫০ টাকায় টিকিট কিনতে পারবেন।
অন্যদিকে, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়। এছাড়া ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ৩০০ টাকা, শহীদ মোশতাক স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ড ২০০ টাকা, নর্দান স্ট্যান্ড ও সাউদার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ন্যূনতম ৫০ টাকায় কেনা যাবে। এই টিকিটগুলো সংশ্লিষ্ট ভেন্যুগুলোর টিকিট কাউন্টার বা বুথ থেকে সংগ্রহ করা যাবে। এছাড়াও, বিসিবি সূত্রে জানা গেছে, তারা অনলাইনেও টিকিট বিক্রির পরিকল্পনা করছে।
উল্লেখ্য, প্রথম টেস্ট শেষে দুই দলই ঢাকায় ফিরবে। সিরিজের শেষ টেস্ট মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে শুরু হবে; দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। গত বছরের এপ্রিলে সাদা পোশাকের ক্রিকেটে শেষ দেখা হয়েছিল দুই দলের।