সিলেট এমএজি ওসমানী মেডিকেলে পড়ার সুযোগ পেয়ে ও পড়ালেখার খরচ চালাতে না পারা শাহারিয়া আতিক মেহেদীর পাশে দাড়ালেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান ।
রবিবার (৮ মে) বিকাল ৫ টার সময় শাহারিয়া আতিক মেহেদীকে মেডিকেল কলেজে পড়ার জন্য প্রয়োজনীয় বই পত্র ক্রয় করার জন্য দশ হাজার টাকা প্রদান করেন ইউএনও ।
জানা যায়, শাহারিয়া আতিক মেহেদীর বাড়ি উপজেলার খুটাখালী ইউনিয়নে। বাবা একজন দর্জি।সে চার ভাইয়ের মধ্যে সবাই বড়।অন্যান্য ভাইয়েরা লেখা পড়ায় অধ্যয়নরত আছে।এমতাবস্থায় সে মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেলেও টাকার অভাবে তার লেখা পড়া চালিয়ে যাওয়া অনেকটা অসম্ভব। কেননা তার লেখাপড়ার খরচ বহন করা তার পক্ষে থেকে সম্ভব হচ্ছে না। ফলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান তাকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন , সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে শাহারিয়া আতিক মেহেদীর লেখাপড়ার আর সমস্যা হবে না।তিনি একজন ছাত্র বলে আজ মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে। সে জন্য তিনি এলাকার বিত্তবানদের তার পাশে থাকার জন্য আহ্বান জানান।