হারের মুখ থেকে বেঙ্গালুরুর হয়ে জয় ছিনিয়ে আনলেন বিধ্বংসী দীনেশ কার্তিক। তাঁর দোসরের ভুমিকায় থাকলেন বাংলার শাহবাজ আহমেদ। এর ফলে তৃতীয় ম্যাচে এসে টুর্নামেন্টে প্রথমবার হারের মুখ দেখল রাজস্থান। আর বেঙ্গালুরু নিজেদের তৃতীয় ম্যাচে দু’নম্বর জয় অর্জন করে নিল।
এদিন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বেঙ্গালুরু। যদিও তাতে রাজস্থান বিন্দুমাত্র বিচলিত ছিল না। কারণ গত শনিবার, নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করেই মুম্বইকে হারিয়েছিল তারা। তবে এ দিন শুরু থেকে রাজস্থানের ব্যাটিং অনেকটাই ধাক্কা খায়।
মাত্র ৪ রান করে আউট হন যশস্বী জয়সওয়াল। আগের ম্যাচের ছন্দে ছিলেন না জস বাটলারও। তবে দ্রুত রান না তুলতে পারলেও দেবদত্ত পাড়িক্কলের সঙ্গে জুটি বাঁধেন তিনি। দু’জনে মিলে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ৩৭ রান করে হর্ষল পটেলের বলে আউট হন পাড়িক্কল। রান পাননি অধিনায়ক সঞ্জু স্যামসন।
প্রথম ১৫ ওভারে খুব দ্রুত রান না উঠলেও উইকেটে ছিলেন বাটলার। তার ফল পেলেন শেষ দিকে। শেষ দু’ওভারে উঠল ৪২ রান। শিমরন হেটমায়েরকে সঙ্গে নিয়ে দলকে ১৬৯ পর্যন্ত নিয়ে গেলেন বাটলার। শেষ পর্যন্ত ৭০ রান করে অপরাজিত থাকলেন তিনি। হেটমায়ের করলেন ৪২ রান।
জবাবে রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করেন ব্যাঙ্গালোরের অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি ও তরুণ অনুজ রাওয়ত। দুই পেসার ট্রেন্ট বোল্ট ও প্রসিদ্ধ কৃষ্ণ পাওয়ার প্লে-তে রান দিলেন। ওপেনিং জুটিতে ৫৫ রান উঠল। আরসিবি-কে প্রথম ধাক্কা দেন স্পিনার যুজবেন্দ্র চহাল। ডুপ্লেসিকে ২৯ রানের মাথায় ফেরত পাঠালেন তিনি। অনুজকে ২৬ রানের মাথায় আউট করেন নবদীপ সাইনি
নবম ওভারে সব থেকে বড়ো ধাক্কা খায় আরসিবি। ডেভিড উইলির পায়ে লেগে বল একটু দূরে গেলে রান নেওয়ার চেষ্টা করেন বিরাট কোহলি। কিন্তু তাঁকে ফেরত পাঠান উইলি। তিনি ক্রিজে ঢোকার আগেই সঞ্জুর থ্রো ধরে উইকেটে লাগিয়ে দেন চহাল। পরের বলেই উইলিকে বোল্ড করেন তিনি।
পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরে আরসিবিকে জেতানোর দায়িত্ব এসে পড়ে বাংলার শাহবাজ ও প্রাক্তন নাইট কার্তিকের কাঁধে। তবে এখান থেকে বেঙ্গালুরুর পক্ষে ম্যাচ বের করা সত্যিই চাপের হয়ে পড়ছিল। কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের এক ওভারে ২১ রান তুলে দলকে খেলায় রাখেন কার্তিক। তাঁকে সঙ্গ দেন শাহবাজ।
ফিনিশারের ভূমিকায় ফের এক বার দেখা গেল কার্তিককে। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বোলারদের সঙ্গে ছেলেখেলা করলেন তিনি। মাঠের চার দিকে শট মারলেন। অন্যদিকে বড়ো শট খেললেন শাহবাজও। তিনি কেন আরসিবি-র প্রথম একাদশে নিয়মিত সুযোগ পান তা দেখালেন এই অলরাউন্ডার। পাশাপাশি, ভারতীয় দলেও জায়গা পাওয়ার ক্রমশ দাবিদার হয়ে উঠছেন তিনি।
শেষ পর্যন্ত ২৬ বলে ৪৫ রান করে আউট হন শাহবাজ। বাকি রান হর্যলের সঙ্গে মিলে তুলে দেন কার্তিক। এই জয়ের ফলে লিগ টেবিলে বেশ কিছুটা সুবিধাজনক জায়গায় চলে এল আরসিবি।