সিলেট বেড়াতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোকপ্রশাসন বিভাগের ছাত্র জুনায়েদ হোসেন।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে সিলেট ভোলাগঞ্জের পর্যটন এলাকা সাদা পাথরে মারা যান বলে নিশ্চিত করেছেন তার সহপাঠী শরীফ মহিউদ্দিন
জুনায়েদ হোসেন চবির লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের মাস্টার্সের ছাত্র। তার বাড়ি ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায়।
জুনায়েদের সহপাঠী শরীফ মহিউদ্দিন গণমাধ্যমকে বলেন, আমরা সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরে ঘুরতে এসেছিলাম। জুনায়েদ ঢেউয়ের ধাক্কায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিল।
রক্তক্ষরণ হওয়ায় তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি আমরা। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন