চকরিয়া থেকে অপহৃত ৪ মাসের একটি শিশুকে কর্ণফুলী থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে উপজেলার মইজ্জ্যারটেক এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উদ্ধারকৃত শিশুটি নুরুল কাদের সে চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের ডেংগা কাটা এলাকার রুহুল আমিনের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন,চার মাস বয়সী একটি শিশু অপহরণের খবর পেয়েছি । চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশের সহযোগিতায় চকরিয়া থানা পুলিশের আওতাধীন হারবাং পুলিশ ফাঁড়ির একটি টিম গিয়ে কয়েক ঘন্টার মধ্যেই অপহরণকারীদেরকে আটক করে। শিশুটিকে চকরিয়া থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হচ্ছে।
শিশুটির বাবা রুহুল আমিন বলেন, ছেলেকে উদ্ধারে কাজ করায় পুলিশের প্রতি তিনি কৃতজ্ঞ।