কক্সবাজারের চকরিয়ায় ১হাজার সাত’শ ৫০পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫।
শনিবার (২৬ মার্চ) রাত্রে পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ সবুজবাগ আবাসিক এলাকার ১টি ভাড়া বাসা থেকে ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন, উখিয়ার লম্বাশিয়ার ১নং রোহিঙ্গা ক্যাম্পের এইচ ২ ব্লকের মৃত ক্যালা সিং ছেলে ওমর ফারুখ (৩৭) ও চিরিংগা ২নং ওয়ার্ডের মৃত মোঃ ইদ্রিসের ছেলে মোঃ এমরান (২৮)।
র্যাব-১৫ এর ব্রিফিং সূত্রে জানা গেছে, আটককৃতদের জনসম্মুখে দেহ তল্লাশি করে ১হাজার ৭শত ৫০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের জবানবন্দি মতে দীর্ঘদিন যাবৎ তারা টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করতেন। পরে চকরিয়ায় অবস্হান নিলেও জেলার বিভিন্ন জায়গায় ইয়াবা বিক্রি করে আসছিলেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণের নিমিত্তে থানায় লিখিত এজাহার সহ আসামীদেরকে হস্তান্তর করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, র্যাবের অভিযানে আটক ২ ইয়াবা ব্যবসায়ীকে রবিবার (২৭ মার্চ)থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাদের আদালতে সোর্পদ্দের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।