কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ জুবায়ের প্রকাশ কালা জুবায়ের নামের এক আরসা সদস্যকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএনের সদস্যরা।
শনিবার রাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ট্রানজিট পুলিশ চেকপোস্ট সংলগ্ন ৭ নং রোহিঙ্গা ক্যাম্প ফ্রেন্ডশীপ হাসপাতালের সামনে আধা পাকা সড়ক থেকে তাকে নৌকার মাঠ পুলিশ ক্যাম্পে ১৪ এপিবিএন আর্মড ব্যাটালিয়নের পুলিশ সদস্যরা আটক করে।
গ্রেপ্তারকৃত আরসা সদস্য ৭ নং ক্যাম্পের ৮/বি ব্লকের মো: হামিদ হোসেনের ছেলে জুবায়ের প্রকাশ কালা জুবায়ের (২৯)।
১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম জানান,শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে মোবাইল টিমসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ১ হাজার ইয়াবাসহ এক আরসা সদস্যকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান,জুবায়ের প্রকাশ কালা জুবায়ের তথাকথিত আরসা সংগঠনের একজন উচ্চ পর্যায়ের সদস্য। সে দীর্ঘদিন তথাকথিত আরসা সংগঠনের জিম্মাদার পদে নিযুক্ত থেকে রোহিঙ্গা ক্যাম্প -৭ এলাকায় বিভিন্ন সময় নিরীহ রোহিঙ্গাদের উপর নির্যাতন সহ মাদক ব্যবসায় লিপ্ত ছিল। পুলিশ হেডকোয়ার্টার্স এর রোহিঙ্গা সন্ত্রাসী তালিকায় তার নাম ২৩ নাম্বারে রয়েছে। সে কারাতে কৌশলে পারদর্শী এবং তথাকথিত আরসা সংঘটনের নেতৃত্বে স্থানীয় সদস্য সমিউদ্দিন ও নূর কামাল পৃষ্ঠপোষকতায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলো।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে উখিয়া থানায় আগের একটি মামলাও তদন্তাধীন রয়েছে বলে জানা যায়।তাঁর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।