কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশী পিস্তলসহ আলী জোহার নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএনের সদস্যরা।
রোববার(২৭ মার্চ) রাত দেড়টার দিকে বালুরমাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প- ২/ইস্ট, ব্লক-বি/৭ এর শফিকু (২৫) এর পরিত্যক্ত ঘরের ছাউনির নিচে তাবুর পানির নালার উপর থেকে বিদেশী পিস্তল উদ্ধার পূর্বক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত রোহিঙ্গা সন্ত্রাসী ৫ নং ক্যাম্পের ২/ইস্ট,এর ২ ব্লকের আলী আহম্মদ এর ছেলে আলী জোহার (২০)।
১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম জানান, বালুর মাঠ পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এ,কে,এম এমরানুল হক মারুফ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকশ আভিযানিক টীম বালুরমাঠ পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প ২/ইস্ট এবং ২/ওয়েস্ট এলাকায় অস্ত্র ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে সন্দেহজনকভাবে ধৃত আলী জোহার (২০), নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
এসময় জিজ্ঞাসাবাদে আসামীর দেওয়া তথ্যমতে ক্যাম্প- ২/ইস্ট, ব্লক-বি/ইস্ট/৭ এর শফিক (২৫) এর পরিত্যক্ত ঘরের ছাউনির নিচে তাবুর পানির নালার উপর হইতে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশী পিস্তল, যাহার গায়ে ইংরেজিতে খোদাই করা- MADE IN INDIA, যার দৈর্ঘ্য-০৭ ইঞ্চি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পিস্তল সহ গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।