খাগড়াছড়ি জেলা সৃষ্টি হওয়ার পর থেকে গত ৩০ বছরে নির্মিত হয়নি ট্রাক টার্মিনাল। বিশাল জেলা জুড়ে ট্রাক টার্মিনাল না থাকার কারণে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের চেঙ্গি স্কয়ার এলাকা থেকে চেঙ্গি সেতু এলাকা পর্যন্ত সড়কের দুই পাশে রাখা হয় প্রতিদিন শতশত ট্রাক। সড়কের পাশে ট্রাক রাখায় যানজট ও দুর্ঘটনা ঘটছে প্রতিদিন।
খাগড়াছড়ির পরিবহন মালিক সমিতির নেতারা জানান, পুরো জেলায় ৪শ’ ট্রাক চলাচল করে। এই বিপুল সংখ্যক ট্রাকের জন্য কেন্দ্রীয় কোন ট্রাক টার্মিনাল না থাকায় সড়কের পাশে রাখতে হচ্ছে ট্রাক গুলো। এতে জেলা জুড়ে যানজট বাড়ছে। এতে করে দেশের বিভিন্ন জেলা থেকে আসা পর্যটকদের দুর্ভোগে পড়তে হচ্ছে।
এই ব্যাপারে খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতি লিঃ কর্মকর্তা মো. মমিনুল হক চট্টগ্রাম নিউজকে জানান, আমাদের কোন ট্রাক টার্মিনাল নেই। টার্মিনাল খুবই প্রয়োজন। আমাদের চারশটি ট্রাক আছে আসা-যাওয়া করে। টার্মিনালের অভাবে চেঙ্গি স্কয়ার এলাকা থেকে চেঙ্গি সেতু এলাকা পর্যন্ত সড়কের দুই পাশে ট্রাক রাখতে হয়। এতে দুর্ঘটনা বৃদ্ধি পাই। একটি ট্রাক টার্মিনাল হলে ট্রাকগুলো রাখার স্থান হবে। নিজস্ব ট্রাক টার্মিনাল না থাকার কারণে চুরি হয়রানির ঘটনাও ঘটছে।
ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা রঞ্জিত দে জানান, আগের মেয়র আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ম্যাপ দেখিয়েছেন। কী ভাবে আধুনিকভাবে টার্মিনাল করা যায়।
জমি অধিগ্রহণ করে বাজেট পাশ করে নিয়ে আসার কথা বলেছিলেন। শেষ পর্যন্ত কিছুই হলো না। তিনি বলেন, বর্তমান মেয়র নির্মলেন্দু চৌধুরীর সাথে যোগাযোগ করা হয়েছে। মেয়র জানিয়েছেন টার্মিনাল করার উদ্যোগ নিয়েছেন।
প্রকল্প হাতে নিয়েছেন। অনুমোদন হয়েছে। আধুনিকভাবে সাজানো হবে। তিনি বলেন, এখানে ট্রাকের পরিমান বেশি। জরুরি গাড়ি চলাচল করতে সমস্যা হয়। বাস ও ট্রাক এক সাথে থাকে। তাই যানজট হয়। তিনি আরো বলেন, সড়কের দুই পাশে উপজেলা হয়ে চেঙ্গী স্কয়ার থেকে চেঙ্গী সেতু পর্যন্ত গাড়ি রাখতে হয়। তার পরও জায়গা হয় না।
খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতি লিঃ সভাপতি মনোতোষ ধর বলেন, খাগড়াছড়ি বাস টার্মিনালের বয়স ত্রিশ বছর। জেলা হওয়ার পর পরই এই বাস টার্মিনাল নির্মিত হয়। তবে কোন ট্রাক টার্মিনাল গড়ে উঠেনি।
সবগাড়ি রাখা তো দূরের কথা অধের্ক গাড়িও রাখা যায় না। দিনদিন গাড়ির সংখ্যা বাড়ছে। খাগড়াছড়িতে একটি ট্রাক টার্মিনাল জরুরী। এখন সময়ের দাবী। তিনি বলেন, শ্রমিকদের থাকা, খাওয়া, বিনোদন, খেলাধুলা ও নামাজের ব্যবস্থা থাকবে। এই টার্মিনালে বর্তমানে কিছুই নেই। সড়কে গাড়ি রাখার কারণে পুলিশ আমাদের মামলা দিয়ে হয়রানি করে। নিরূপায় হয়ে গাড়ি রাখতে হয়।
খাগড়াছড়ি পুলিশ পরির্দশক (শহর ও যানবাহন ) সুপ্রিয় দেব বলেন, কাঠ, ঝাড়– ও বনজ সম্পদগুলো পরিবহন করার জন্য দূর-দূরান্ত থেকে-ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ বিভিন্ন অঞ্চল থেকে অনেক ট্রাক আসে। এই ক্ষেত্রে গাড়িগুলো রাখার কোন ট্রাক টার্মিনাল না থাকার কারণে সড়কের ওপর রাখতে হয়।
তিনি বলেন, আমরা প্রশাসনিক ভাবে যতই আইনি ব্যবস্থা নিয় কিন্তু এ থেকে উত্তোরনের কোন সমাধান দেখি না। এর একমাত্র সমাধান হচ্ছে একটা বড় ট্রাক টার্মিনাল। টার্মিনাল করা হলে মানুষের দুর্ভোগ কমবে। দুর্ঘটনা কমে আসবে।
তিনি আরো বলেন, কঠিন একটা আইন প্রযোগ করলাম, সরকারের খাতে জরিমানা দিল। ওইটা সমাধান না। সমাধানের এক মাত্র পথ হচ্ছে বড় একটা ট্রাক ট্রামিনাল নিমার্ণ করা। জেলা ও বিভাগে ট্রাক ও বাস টার্মিনাল আলাদা আলাদা থাকতে হবে। যদি টার্মিনাল করা যায় তাহলে আশেপাশে সড়কের ওপর দাঁড়ানো ট্রাক গুলো সড়কে রাখবে না, টার্মিনালে চলে যাবে।
খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, যে ট্রাক টার্মিনাল আছে এখানে সবগাড়ি রাখা যায় না। ট্রাক টার্মিনাল করতে জিরোমাইল এলাকায় জায়গা কেনা হয়েছে। পৌরসভা পক্ষ থেকে ট্রাক টার্মিনাল ওই দিকে নিয়ে যেতে পারলে সড়কের দুই পাশে রাখা গাড়ির চাপ কমবে, এইটায় আমাদের উদ্দেশ্য।