গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Thursday, 2 May 2024

সাই‌ক্লোন অফার থে‌কে কোন‌দিন পণ‌্য কি‌নি নাই

ই-ভ্যালীর টপ ম্যানেজমেন্টে বহু কাছের মানুষজন থাকার পরও কেন বিশাল ডিসকাউন্ট সুবিধায় সাইক্লোন অফার থেকে কোনদিন কোনো পণ্য কিনিনাই, এই প্রশ্ন সবচেয়ে বেশি শুনতে হয় আমার দুএকজন সহকর্মীর কাছ থেকে ।

তাদের বিশ্বাস যে আমি যদি কোনো প্রডাক্ট কিনি তাহলে সেটার জন্য ২/৩ মাস অপেক্ষা করতে হবেনা । ২/৩ দিনেই আমি পেয়ে যাব, তবু কেন কিনি না ? আমি কি বোকা ? বিশেষ করে ইমতিয়াজ আর সাব্বির আমাকে এটা নিয়ে বেশি প্রশ্ন করে ।

সেই উত্তর আমি তাদের দিই নাই ।

তবে আমি চাই বাংলাদেশে ই-কমার্স বিপ্লব ঘটুক । এদেশে আমাজন, আলীবাবা, ফ্লিপকাট, ইবে, জিংডং, রাকুটেন এর মতো প্রতিষ্ঠান তৈরী হোক ।

সবাই হয়ত একটু হাসবেন । তবে তার আগে একটু তথ্য দিই, বছরে ৩০০ বিলিয়ন ডলারের বেশি রেভিনিউ আমাজনের, যখন তার নিকটতম রাইভালের রেভিনিউ ৮২ বিলিয়ন ডলার । বুঝতেই পারছেন আমাজন কত বড় জায়ান্ট প্রতিষ্ঠান । আমাদের পাশের দেশে ফ্লিপকাটের রেভিনিউ বছরে ৬ বিলিয়ন ডলারের কাছাকাছি ।

কেবল রেভিনিউ দিয়ে কী একটা ব্যবসা সাসটেইন করে ? করেনা । মুনাফা করতে হয় । লোক মুখে শুনেছি, ইভ্যালী ৪ টাকায় কিনে ১ টাকায় প্রডাক্ট বিক্রী করে । তার মানে মুনাফা তো দূর, তারা তো ব্রেকইভেনেও নাই । তাদের আরওআই (রিটার্ন অন ইনভেস্টমেন্ট) প্ল্যান কি সেটাও আমি জানিনা ।

ধরেন, ইভ্যালীর মাসিক রাজস্ব ১০০০ কোটি টাকা । তাহলে বছরে আনুমানিক দেড় বিলিয়ন ডলার । কিন্তু সেজন্য তার খরচ বছরে প্রায় ৬ বিলিয়ন ডলার । তাহলে ৪.৫ বিলিয়ন ডলার তার সরাসরি লস । অংকটা হয়ত এরকম না । জাস্ট একটা হাইপোথিসিস দিলাম আরকি !

কিন্তু এই অংক থেকে আপনি কী সরলীকরণ করে ফেলবেন যে ইভ্যালী “ইউনিপেটু” কিংবা “জিজিএন নেটওয়ার্ক” এর মতো পালাবে ? দাঁড়ান, দাঁড়ান । এখনি সিদ্ধান্ত নিয়ে ফেলার দরকার নাই । তার আগে ইকমার্স জায়ান্টদের শুরুর গল্প গুলো একটু রিভিউ করে নেন ।

পৃথিবীর সবচেয়ে বড় ই-কমার্স মার্কেট প্লেস আমাজন যখন ব্যবসা শুরু করে তাদের লাভের মুখ দেখতে লেগেছে ৯ বছর । ১৯৯৯ সালে অ্যামাজনের রেভিনিউ ছিল ১.৬ বিলিয়ন ডলার । অথচ বছর শেষে লস ছিল ৭১৯ মিলিয়ন ডলার ! পরের বছরও অবস্থার পরিবর্তন হয়নি । বরং লাভের মুখ দেখতে তাদের অপেক্ষা করতে হয়েছিল ২০০৩ সাল পর্যন্ত । ক্যাপিটাল মার্কেটে অ্যামাজন আসে ১৯৯৬ সালে, সেই হিসাবে লাভের মুখ দেখে ৭ বছর পর । আর প্রতিষ্ঠা যেহেতু ১৯৯৪ তে সেই হিসাবে লাভ গুনতে সময় লাগে ৯ বছর ! অথচ ২০২০ এ ২১ বিলিয়ন ডলার নেট মুনাফা করে অ্যামাজন । কী বুঝলেন ?

এই পরিসংখ্যান যদি যথেষ্ট না হয় তবে বাকী জায়ান্টদের মুনাফার মুখ দেখতে এভারেজে কত সময় লেগেছিল তা নিজেরা গুগল থেকে জেনে নিতে পারেন ।

একটা পরিসংখ্যান শেয়ার করি । ২০১৯ সালে বিশ্বে লোকজন অনলাইন সাইটে ৩.৪৬ ট্রিলিয়ন ডলার ব্যয় করে । ২০২১ এ এসে সেটা দাঁড়ায় ৪.৯ ট্রিলিয়ন ডলারে ! ২০৪০ সাল নাগাদ পৃথিবীর ৯৫ শতাংশ মানুষ অনলাইনে কেনা কাটা করবে বলে মনে করা হচ্ছে ।

বর্তমানে ই কমার্স ব্যবসায় নতুন ট্রেন্ড চালু হয়েছে যেটাকে ভয়েস টেকনোলজি বলা হচ্ছে । “অ্যামাজন ইকো” কিংবা “গুগল হোম” সম্পর্কে যারা জানেন তারা বিষয়টা সহজেই ধরতে পারবেন ।

কাজেই ইভ্যালীকে অপপ্রচার কিংবা কর্পোরেট রাজনীতিতে ফেলে দিয়ে মেরে না ফেলে একটু সাসটেইনেবল বিজনেস মডেল তৈরী করার মতো সময় দিন । দেশে ইকমার্স রেগুলেটরি বডিতে যারা আছেন তাদেরকে বুঝানোর দায়িত্ব অবশ্য ইভ্যালীর, যে তাদের মডেলটা কী । তারা কী করে তাদের গ্রাহকদের লগ্নি ফেরত দেবে, তারা কিভাবে টিকে থাকবে । বর্তমানে তারা যে ডেফিসিটে আছে সেটা কিভাবে তারা পুরণ করবে, তাদের আরওআই প্ল্যান কি, তাদেরকে কারা অর্থায়ন করবে, ইত্যাদি ।

এখন কেউ যদি ৫০% দামে প্রডাক্ট কিনে আশা করেন পরের দিন তার দরজায় কড়া নাড়বে ইভ্যালী সেটা একটু বেশি আশা হয়ে গেলনা । আপনি যদি অর্ধেক দামে প্রডাক্ট কিনতে চান সেটা তো আপনার চয়েজ । আপনার চয়েজ আপনি ঠিক করবেন । আমারটা আমি ।

আপনাদের একটা তথ্য দিই, পৃথিবীর তাবৎ সম্পদের ৫০ শতাংশ দখল করে আছে কেবল ১ শতাংশ মানুষ । এই সম্পদশালীরা চায়না আর কেউ সম্পদশালী হোক । সেটা আপনি বুঝতে পারবেন যখন জানবেন, সোশ্যাল মিডিয়া কিং ফেইসবুক কী করে আর কাউকে দাঁড়াতে দেয়নি । যখনই ইন্সট্রাকে থ্রেট মনে করেছে, কিনে নিয়েছে, যখন মনে হয়েছে হোয়াটসআপ কেনা দরকার কিনে ফেলেছে । এভাবে তারা বিগত ১০ বছরে প্রায় ৫০ টি কোম্পানি কিনেছে ।

গুগল বিগত দশ বছরে প্রায় ২০০ টি কোম্পানি কিনেছে । অ্যামাজন প্রায় ১০০ টি কিনেছে । তার মানে কী ? মনোপলি করা ? পুজিবাদের খেলাটাই এইটা ।

এখন কাল যদি অ্যামাজন এসে ইভ্যালী কিনতে চায় কিংবা যেভাবে ফ্লিপকাট এর ৭৭ শতাংশ কিনেছে ওয়ালমার্ট সেরকম আলীবাবা কিংবা জিংডং ইভ্যালী খেয়ে ফেলে, কি নিশ্চয়তা আপনি পাবেন যে বাংলাদেশ থেকে আরেকটি বড় ইকমার্স দাঁড়াবে ?

উল্টা যদি এরকম হয় যে ইভ্যালী বিভিন্ন দেশে দেশে যাচ্ছে এবং একুইজিশন করছে তাহলে কেমন হবে ? আমাদের দেশের প্রতিষ্ঠান গুলোকে নিয়মের মাঝে এনে বড় করার দায়িত্ব আমাদের নীতি নির্ধারকদেরই নিতে হবে ।

আমি ইভ্যালীর সাইক্লোন থেকে কোনো পণ্য কিনিনা সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার । তবু আমি চাই ইভ্যালীর মতো সবগুলো ইকমার্স সাইট সাসটেইন করুক । তারা হালাল পথে ব্যবসা করুক । কোনো গ্রাহককে না ঠকিয়ে বড় হোক, এবং প্রচুর কর্মসংস্থান তৈরী করুক ।

*ফেইসবুক থে‌কে নেওয়া

লেখক: তানবীর শাহ‌রিয়ার রিমন

তরুণ উ‌দ্যোক্তা ও ক‌র্পো‌রেট ব‌্যক্তিত্ব

 

সর্বশেষ

রাউজানে খালে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাউজানে মায়ের সঙ্গে জমিতে গিয়ে খালে পড়ে লাইকা...

কাপ্তাই সিএনজির উপর গাছ পড়ে আহত ৩

কাপ্তাইয়ে প্রাকৃতিক ঝড়ে গাছ ভেঙ্গে সিএনজি ড্র্র্রাইভার ইলিয়াস(৪০) সহ ...

উপজেলা নির্বাচনে আনোয়ারায় ১৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়...

পটিয়ায় ট্রাক-মিনিবাস সংঘর্ষে আহত ৫

চট্টগ্রামের পটিয়ায় ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ অনন্ত ৫...

চন্দনাইশে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হলেন ড.আতিকুর রহমান

চন্দনাইশ উপজেলায়  জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ কলেজ শ্রেণী শিক্ষক...

রাঙামাটিতে বজ্রপাতে নিহত ২

রাঙামাটিতে বজ্রপাতের আঘাতে দু’জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার...

আরও পড়ুন

চন্দনাইশে এতিমের দুই রাজকীয় বিয়ে

চন্দনাইশ পৌরসভার বদুরপাড়া এলাকায় নিজস্ব অর্থায়নে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এতিম অসহায়ের দুইটি বিয়ের আয়োজন করেছেন জেসিকা গ্রুপের চেয়ারম্যান ও কক্সবাজারের রামাদা হোটেলের এম.ডি...

চট্টগ্রামে ৩ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী 

মাসব্যাপী চলমান অমরে একুশে বইমেলা প্রাঙ্গণে চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেলের আয়োজনে শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী ‘আলোকভাষায় বিশ্বচিত্র’।বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) থেকে নগরীর সিআরবি শিরীষতলায় এ প্রদর্শনী...

চবি’র নিশীথ শামীম এর নানামুখী প্রতিভা!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নিশীথ শামীম। লেখালেখি যেন তার অনবদ্য নেশা। এরই মধ্যে সাড়া জাগিয়েছে তার লেখা ‘যুদ্ধ জীবন সিনেমার’ সংলাপ ও...

বাবা বিএনপির রোডমার্চে অভিমানে ছেলের বিষপান

বিএনপির রোডমার্চে অংশ নিয়েছে বাবা। সে ছবি দেখে নিরব ইমন (২২) নামে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক ছাত্রলীগ নেতা বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। সে বর্তমানে চট্টগ্রাম...