চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু বলেছেন, উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। পূজার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সার্বক্ষণিক মাঠে রয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বোয়ালখালীর আমুচিয়া শ্যাম চাঁদ ঠাকুর বাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। প্রয়োজনে পুলিশ ফোর্স আরও বাড়ানো হবে। চট্টগ্রামবাসীকে শারদীয় শুভেচ্ছা জানাই।”
পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পূজারী ও আগত দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন।
এর আগে এসপি সাইফুল ইসলাম সানতু কানুনগোপাড়া গৌরাঙ্গ বাড়ি পূজা মণ্ডপও ঘুরে দেখেন।
এ সময় জেলা পুলিশের কর্মকর্তারা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান, মুক্তিযোদ্ধা ডা. মহসিন খান তরুণ, পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন শীল, সাধারণ সম্পাদক ত্রিদীপ চৌধুরী সুফল, সঞ্জয় দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
আর এইচ/