কৃত্রিম অক্সিজেন ছাড়াই পৃথিবীর অষ্টম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ (২৬,৭৮১ ফুট উচ্চতা) জয় করলেন বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টা ৪৫ মিনিটে পৃথিবীর অষ্টম সর্বোচ্চ পর্বত মানাসলু জয় করেন তিনি। কৃত্রিম অক্সিজেনের সহায়তা ছাড়া কোনো বাংলাদেশির আট হাজারি শৃঙ্গ জয় করার এটাই প্রথম নজির, যা করে দেখালেন বাবর। তাঁর এটি প্রথম আটহাজারি অভিযান এবং প্রথম প্রচেষ্টাতেই তিনি সফল হলেন। খবরটি নিশ্চিত করেছেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান। আউটফিটার প্রতিষ্ঠান স্নোয়ি হরাইজন ট্রেক্স অ্যান্ড এক্সপিডিশন-এর সত্ত্বাধিকারী বোধা রাজ ভান্ডারির সূত্রেও বিষয়টি জানা গেছে।
বাবর আলীর পাশপাশি এদিন ‘মানাসলু’ জয় করেছেন বাংলাদেশের আরেক পর্বতারোহী তানভীর আহমেদ। বাবরের সঙ্গে শিখরে ওঠেন দীর্ঘদিনের পর্বতসাথী বীরে তামাং।
এর আগে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৩টায় পৃথিবীর ৮ম সর্বোচ্চ চূড়া জয় করেন পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল।
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিন অভিযাত্রীই বেজক্যাম্প ছেড়ে ৬ হাজার ৩২৫ মিটার উচ্চতায় অবস্থিত ক্যাম্প ২-এ পৌঁছে যান। তার আগে বেশ কয়েক দিন তারা বেজক্যাম্প থেকে ওপরের ক্যাম্পগুলোতে ওঠানামা করে শরীরকে অতি উচ্চতা ও নিম্ন তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছিলেন।
‘মানাসলু’ পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,১৬৩ মিটার (২৬,৭৮১ ফুট)। এটি পশ্চিম-মধ্য নেপালের নেপালি হিমালয়ের অংশ মানসিরি হিমালে অবস্থিত। উচ্চতায় ৮ম হলেও বিশ্বের প্রাণঘাতী পর্বতগুলোর মধ্যে এর অবস্থান চতুর্থ।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৯ মে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে বাংলাদেশের পতাকা ওড়ান চট্টগ্রামের ছেলে বাবর আলী। তার আগেব বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম, আবদুল মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন। ২০১৩ সালে খালেদ হোসেন নামে আরেক বাংলাদেশি এভারেস্ট জয় করলেও ফেরার পথে মৃত্যুবরণ করেন তিনি।
পৃথিবীতে আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত আছে মোট ১৪টি। এই উচ্চতায় ভূপৃষ্ঠের তুলনায় অক্সিজেন থাকে মাত্র এক-তৃতীয়াংশ। তাই সাধারণত পর্বতারোহীরা ব্যবহার করেন কৃত্রিম অক্সিজেন। কিন্তু বাবর আলী সেই নিয়ম ভেঙে আজ ভোরে পৃথিবীর অষ্টম সর্বোচ্চ পর্বত মানাসলু (২৬,৭৮১ ফুট) জয় করেছেন।
বাবর আলী চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫১তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী, বাড়ি চট্টগ্রামের হাটহাজারি উপজেলার নজুমিয়া হাটে। তিনি ভার্টিক্যাল ড্রিমার্স-এর সাধারণ সম্পাদক। তানভীর আহমেদ কিশোরগঞ্জ সদরের খরমপট্টির বাসিন্দা, পেশায় কর্পোরেট ম্যানেজার এবং একই ক্লাবের মাউন্টেনিয়ারিং সম্পাদক। ২০২২ সালে বাবরের পরই তিনি আমা দাবলাম জয় করেছিলেন।
এই অভিযানে পৃষ্ঠপোষকতা করেছে সামুদা, ভিজুয়াল নিটওয়ারস, গিগাবাইট বাংলাদেশ, চন্দ্রবিন্দু প্রকাশন, সিনোভেস্ট, সিয়েরা-রোমিও, আদিবা ফুটওয়্যার, ফোরএস অ্যাডভান্স টেকনোলজিস, জেনোভার্স, সোর্স এসোসিয়েটস, আইলেট ব্যাংকার্স, কাজী এগ্রো এবং ফ্রিয়েসভা।
চট্টগ্রাম নিউজ/ এসডি/