চট্টগ্রামে পানির ফ্যাক্টরির আড়ালে নকল স্টিয়ারিং পাওয়ার অয়েল তৈরির কারখানার সন্ধান মিলেছে।সংশ্লিষ্ট ফ্যাক্টরির নাম ‘সততা প্যাকেজড ড্রিংকিং ওয়াটার’, যা বিএসটিআই অনুমোদন ছাড়াই পানির প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ করছিল।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে খাজা রোড, মাইজ পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানের পর ওই প্রতিষ্ঠানকে সাময়িকভাবে সিলগালা করা হয়েছে এবং ২ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
একই অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অভিযোগে জয়নাব মেডিকেল হল ও জননী মেডিসিন হলকে প্রত্যেকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করতে হয়। এছাড়া আল হাসান নামক একটি বেপারীর প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন দ্রব্য বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো: আনিছুর রহমান এবং সহকারী পরিচালক মাহমুদা আক্তার। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, কৌশলগত বাজার তদারকি ও জনস্বার্থ রক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।
আর এইচ/