সীতাকুণ্ডে জামাল কোম্পানির তেলের ডিপোতে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।
বৃহস্পতিবার (২২ মে) রাত ৮টায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- মীর আহমদ (২৮) ও মো. মোস্তফা কামাল (৩৫)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত চারজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায় নি।
আহত মো. মোস্তফা কামাল প্রকাশ পেয়ারুর শ্যালক মো. ইকবাল হোসেন বলেন, আমার বোন জামাই তেলের ডিপোর ভেতরে পড়ে গেছে এমন খবরে আমি চমেক হাসপাতালে আসি। এখানে এসে দেখি তিনি হাসপাতালে ভর্তি আছেন। ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে আনার কারণে তিনি প্রাণে বেঁচে গেছেন।
আর এইচ/