বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্য অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ফিক্সিং তদন্ত, তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা এবং ক্রিকেটারদের ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন হওয়ার ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
শুক্রবার (২৫ এপ্রিল) হার্ট অ্যাটাক থেকে সেরে ওঠার পর মিরপুরে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তামিম। এ সময় তিনি বলেন,“বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় স্টেকহোল্ডার হলো ক্রিকেটাররা। তাদের যদি এভাবে ট্রিট করা হয়, তাহলে তো চলেই না!”
১২ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডান ম্যাচে আম্পায়ার সৈকতের সঙ্গে বিতণ্ডায় জড়ান মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়। ম্যাচ অফিসিয়ালদের সুপারিশে তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে বিসিবির আম্পায়ার বিভাগ শাস্তি এক ম্যাচে নামিয়ে আনে, যা নিয়ে তৈরি হয় বিতর্ক।
তামিম বলেন,“প্রথমে দুই ম্যাচ নিষিদ্ধ করা হলো, পরে হঠাৎ এক ম্যাচ। এরপর সে দুটি ম্যাচ খেলল। এখন আবার নিষিদ্ধ করা হলো—এটা কোন নিয়মে হয়?”
শাইনপুকুর ও গুলশান ক্লাবের এক ম্যাচে ফিক্সিং সন্দেহে দুই ক্রিকেটারকে (রহিম আহমেদ ও মিনহাজুল আবেদীন সাব্বির) মিডিয়ার সামনে নিয়ে গিয়ে ঘটনার পুনর্অভিনয় করানো নিয়েও বিসিবিকে একহাত নেন তামিম।
“আপনি যদি তদন্ত করেন, করেন; কিন্তু মিডিয়ার সামনে এমন নাটক করার অধিকার কারও নেই। এটা খেলোয়াড়দের বেইজ্জত করা।”
তিনি আরও বলেন,“বিশ্বের কোথাও দুর্নীতি দমন ইউনিটে এমন নিয়ম নেই।”
বিপিএলের গত আসরে ফিক্সিং সন্দেহে বিসিবির ভেতর থেকেই ১০ জন ক্রিকেটারের নাম ও ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। তামিম প্রশ্ন তোলেন—যদি তাদের কেউ নির্দোষ হয়, তবে তাদের সম্মান ফেরাবে কে?
“দোষ প্রমাণের আগে এভাবে নাম ফাঁস করা অন্যায়। এতে খেলোয়াড়দের সম্মানহানি হয়।”
ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে তামিম ও মোহামেডানের কয়েকজন সিনিয়র ক্রিকেটার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, পরিচালক নাজমুল আবেদীন ও ইফতেখার আহমেদের সঙ্গে বৈঠক করেন।
তামিম বলেন,“আমরা আমাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছি। ওনারা শুনেছেন, এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাদের।”
আর এইচ/