অবৈধভাবে কাপ্তাই লেক দিয়ে ইঞ্জিন চালিত বোটে করে পাচারকালে টিসিবি পণ্য আটক করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় কাপ্তাই জেটিঘাট নামক স্থানে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই ৫৬ বেঙ্গল সেনা টহল দল।
আটককৃত টিসিবির পণ্যের মধ্যে রয়েছে সয়াবিন তেল ২১৬ লিটার, মুসুরি ডাল ২৫০ কেজি এবং চিনি ১০০ কেজি। পরে আটক পণ্যগুলো কাপ্তাই থানার এসআই মোঃ আলাউদ্দিন সাকিল এর নিকট হস্তান্তর করা হয়। এদিকে গতকাল রাত ৮ টায় পুলিশ কর্তৃক পণ্যগুলোর জব্দ তালিকা করার পর কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন এর উপস্থিতিতে ও নির্দেশক্রমে জব্দকৃত পণ্যগুলো ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ ও ইউপি সদস্য মোঃ মজিবুর রহমানের জিম্মায় দেয়া হয়। পণ্যগুলো বর্তমানে কাপ্তাই ইউনিয়ন পরিষদের হেফাজতে রয়েছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন জানান, পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
আর এইচ/