বান্দরবানে গত ২৪শে মার্চ সওজ কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৮ টি পরিবারের মাঝে বান্দরবান পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে বান্দরবান পার্বত্য জেলা (পুনাক) সভানেত্রী জামিনাতুন নেছা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত
পরিবার গুলোর খোঁজ খবর নেন এবং তাদের সমবেদনা জানান। এ-সময় বান্দরবান পার্বত্য জেলা পুলিশ
সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সমবেদনা জানিয়ে বলেন-অগ্নিকান্ডের সংবাদ পাওয়ার সাথে সাথেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে অগ্নিনির্বাপন এবং উদ্ধার তৎপরতা চালিয়েছে।
তিনি বলেন এখন শুষ্ক মৌসুম হওয়ায় অগ্নিকান্ডের মতো দুর্ঘটনা বাড়ছে তাই আমাদেরকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে এবং সচেতন হতে হবে।
আর এইচ/