চট্টগ্রামের কর্ণফুলীতে গণ অধিকার পরিষদ (জিওপি) চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) উপজেলার ক্রসিং মেগা কনভেনশন হলে রাজনীতিবীদ, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের সম্মানে এ ইফতার মাহফিল সম্পন্ন হয়।
দক্ষিণ জেলা গণ অধিকার পরিষদের আহবায়ক ডা:এমদাদুল হাসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব এডভোকেট আরিফুল হক তায়েফের সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য জসিম উদ্দিন আকাশ।
এতে বিশেষ অতিথি ছিলেন, গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির পার্বত্য অঞ্চল বিষয়ক সম্পাদক নিজাম উদ্দীন আকাশ, সহ নারী বিষয়ক সম্পাদক,নাসরিন আক্তার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব হাসান তারেক, মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুপ,কর্ণফুলী উপজেলার আহবায়ক এম আনোয়ার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কোন অজুহাত ছাড়াই গনহত্যায় জড়িত আওয়ামিলীগ কে নিষিদ্ধ করতে হবে, এবং এর জন্য জাতীয় ঐক্য প্রয়োজন নেই। গণ অধিকার পরিষদ রাজপথ থেকে গড়ে উঠা দল আগামীতে গণ অধিকার পরিষদ সরকার গঠন করবে।
শেষে গণ অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক ডাক্তার এমদাদুল হাসানের সভাপতির বক্তব্য ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এম/ মহি/ চট্টগ্রাম নিউজ