বান্দরবানে গতকাল রাতে সড়ক ও জনপদ কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী।
মঙ্গলবার (২৫শে মার্চ) দুপুরে সড়ক ও জনপদ কলোনীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা তুলে দেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল এএসএম মাহমুদুল হাসান, পিএসসি।
এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নয়টি পরিবারের মাঝে চাল,ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
এছাড়া প্রতিটি পরিবারের মাঝে ২হাজার ৫ শত টাকা করে মোট সাড়ে ২২ হাজার টাকা নগদ তুলে দেয়া হয়।
এসময় সেনা জোন কমান্ডার লে: কর্নেল এএসএম মাহমুদুল হাসান বলেন, সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা রক্ষার জন্য নয়, বরং দেশের সাধারণ মানুষের কল্যাণেও সর্বদা সচেষ্ট।জনসাধারণের সকল দুঃসময়ে সেনাবাহিনী পাশে থাকবে এবং ভবিষ্যতেও আপনাদের জন্য কাজ করে যাবে।
চট্টগ্রাম নিউজ/ এসডি/