আনোয়ারার বরুমচড়া ইউনিয়নে নানার বাড়ীতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ রাইয়ান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে বরুমচড়া ইউনিয়নের মাহালাম মিয়ার নতুন বাড়িস্থ নানার বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত মোহাম্মদ রাইয়ান একই এলাকার মেহের বাপের নতুন বাড়ীর মোহাম্মদ রাসেলের একমাত্র পুত্র।
স্থানীয় যুবক মঞ্জুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর ১২টার দিকে শিশুটি খেলতে গিয়ে অসাবধানতায় পুকুরে পড়ে যায়। সবার অজান্তে শিশুটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। শিশুটিকে খুঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে নানার বাড়ির লোকজন উদ্ধার করে শিশুটিকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরে ডুবে যাওয়া শিশুটি হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করি।
আর এইচ/