বাংলাদেশের জার্সিতে খেলার জন্য হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে এসে পৌঁছেছেন।
সোমবার (১৭ মার্চ) বেলা পৌনে ১২টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা এই তারকা ফুটবলার। রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় বাংলাদেশ বিমানে ম্যানচেস্টার থেকে সিলেট ফ্লাইটে রওনা হন তিনি।
হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে এয়ারপোর্টে বাফুফের ৭ জন নির্বাহী সদস্য উপস্থিত হন। ইমিগ্রেশন সম্পন্ন করার পর হামজাকে ফুল দিয়ে বরণ করে নেন বাফুফে কর্মকর্তারা। তাদের সঙ্গে রয়েছেন হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী।
গত ডিসেম্বরেই ফিফা থেকে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেয়েছিলেন হামজা চৌধুরী। এরপর থেকেই দেশের ফুটবল অঙ্গনে তাকে ঘিরে তৈরি হয় ব্যাপক উন্মাদনা। সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয় যখন কোচ হাভিয়ের কাবরেরা ভারত ম্যাচের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেন। সেই স্কোয়াডে রাখেন তাকে। এখন চূড়ান্ত দলে হামজার থাকা একপ্রকার প্রায় নিশ্চিত।
হামজার আগমনে হবিগঞ্জে উৎসবের আমেজ তৈরি হয়েছে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হতে পারে শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডারের।
আর এইচ/