কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে পুলিশের গাড়ি খাঁদে পড়ে নাজমুল হাসান(৫০)নামে এক কনস্টেবল নিহত হয়েছে। এছাড়া আরো ৪জন পুলিশ কনস্টেবল আহত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার সময় মালুমঘাট হাইওয়ে থানার পুলিশের গাড়ি হাইওয়ে রোডে দায়িত্ব পালনের সময় খাঁদে পড়ে দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে আহত অবস্থায় পুলিশদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেহেদী হাসান নামে এক কনস্টেবল মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মেহেদী হাসান। তিনি বলেন, রাতে টহলরত অবস্থায় আমাদের একটি গাড়ি খাঁদে পড়ে মেহেদী হাসান নামে একজন কনস্টেবল নিহত হয়। তার জন্য আমরা গভীর শোকাহত।
নিহত মেহেদী হাসানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলায়।
আর এইচ/