সোমবার, ১০ মার্চ ২০২৫

যৌথ তেল শোধনাগারে কুয়েতকে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

চট্টগ্রাম নিউজ:

যৌথভাবে বাংলাদেশে একটি অপরিশোধিত তেল শোধনাগার স্থাপনে কুয়েতকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

রোববার ( ৯ মার্চ) ঢাকার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনায়’ কুয়েতের নতুন রাষ্ট্রদূত আলি তুনইয়ান আবদুল ওয়াহাব হামাদাহ সৌজন্য সাক্ষাতে এলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাতকালে প্রধান উপদেষ্টা ও কুয়েতের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন।

সেখানে বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও অভিবাসী কল্যাণ-এই খাতগুলোতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

এছাড়া, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও কুয়েতের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে উৎসাহিত করেন।

“কুয়েত ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধু। এখানে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে, বিশেষ করে হালাল খাদ্য খাত অত্যন্ত সম্ভাবনাময়। বৈশ্বিক হালাল খাদ্যের বাজার বিশাল এবং আমি আশা করি তরুণদেরও এই উদ্যোগের সঙ্গে যুক্ত করা হবে,” বলেন ইউনূস।

তিনি কুয়েতি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

এ ক্ষেত্রে ৭ থেকে ৯ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনকেও তাদের জন্য সুযোগ হিসেবে তুলে ধরেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, “সম্মেলনের সময় কুয়েত থেকে বিনিয়োগকারীদের নিয়ে আসুন। এটি উভয় দেশের জন্য একটি বড় সুযোগ হবে।”

রাষ্ট্রদূত হামাদাহ কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমেদ আব্দুল্লাহ আল-আহমদ আল-সাবাহ ও কুয়েতের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান।

তিনি বলেন, “আমরা একসাথে কাজ করার জন্য উন্মুখ।”

উভয় পক্ষ বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে কুয়েত থেকে অপরিশোধিত তেল আমদানি বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা কুয়েতে কর্মরত বাংলাদেশি কর্মীদের, বিশেষ করে নারী কর্মীদের জন্য আরও ভালো কাজের পরিবেশ নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন।

দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার কথাও তুলে ধরেন মুহাম্মদ ইউনূস। কুয়েতে কর্মরত বাংলাদেশি সামরিক সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেনও তিনি।

বাংলাদেশ ও কুয়েতের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।

প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার উপর প্রতিষ্ঠিত। আমরা বাণিজ্য, জ্বালানি ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বরকলে ২০০ যাত্রী নিয়ে ডুবোচরে ধাক্কা দিলো লঞ্চ 

রাঙামাটির বরকল উপজেলায় ২০০ জন যাত্রী নিয়ে ডুবোচরে ধাক্কা...

সংকট তৈরি করতে মজুদ : ডিলারের গুদামে মিললো সাড়ে ৬হাজার লিটার তেল

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে এম এম এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের গুদামে...

বোয়ালখালীতে ৬৩ লিটার সয়াবিন তেল জব্দ

বোয়ালখালীতে বোতলজাত সয়াবিন তেলের পরিমাণ কম থাকায় ৩ ব্যবসায়ীকে...

কক্সবাজারে পর্যটকদের জন্য ই- ভ্রমণ গাইড উদ্বোধন

ভ্রমণপিপাসু পর্যটকদের কক্সবাজার ভ্রমন সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করতে...

হাটহাজারীতে  রেস্টুরেন্টের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে কর্মচারীর মৃত্যু

হাটহাজারীতে মো.আনোয়ার হোসেন প্রকাশ রাফি (১৮) নামে এক যুবক...

মেয়ের জামাই’র হাতে শাশুড়ী খুন

https://youtu.be/dBGRRA-0m0w?si=ot698rXKAH24Z6D-

আরও পড়ুন

শিগগিরই নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া হবে: আলী রীয়াজ

শিগগিরই নির্বাচন নিয়ে আরো সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী...

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলামের পদত্যাগ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।সোমবার (১০ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে ড....

নতুন দল নিবন্ধনের জন্য আবেদন চেয়ে ইসির গণবিজ্ঞপ্তি জারি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দল নিবন্ধনের জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন দলগুলোকে...

ভলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলছে সেনাবাহিনী

বিগত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনী।সোমবার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ...