বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

কনসালটেন্ট নিয়োগের টেন্ডার আহবান

প্রকৌশলী আবুল কালাম চৌধুরীকে কালুরঘাট সেতুর প্রকল্প পরিচালক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

কালুরঘাটে রেল কাম সড়ক সেতু নির্মাণ প্রকল্পের পিডি (প্রকল্প পরিচালক) নিয়োগ দেয়া হয়েছে।
রেলওয়ের সাড়ে ১১ হাজার কোটি টাকার গুরুত্বপূর্ণ এ প্রকল্পের-প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে দোহাজারী-কক্সবাজার রেল লাইন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক প্রকৌশলী মুহম্মদ আবুল কালাম চৌধুরীকে।

কালুরঘাট রেল কাম সড়ক সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব পাওয়ার পর বুধবার (১২ ফেব্রুয়ারি) রেল ভবনে গিয়ে রেল সচিব, রেলওয়ের মহাপরিচালকসহ উর্ধতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন প্রকৌশলী মুহম্মদ আবুল কালাম চৌধুরী। এসময় তিনি সেতু নির্মাণ প্রকল্পের পরবর্তী ধাপের বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন।

এই ব্যাপারে জানতে চাইলে কালুরঘাট নতুন সেতুর প্রকল্প পরিচালক প্রকৌশলী মুহম্মদ আবুল কালাম চৌধুরী চট্টগ্রাম নিউজকে বলেন, উর্ধতন কর্তৃপক্ষ নতুন দায়িত্ব দিয়েছেন; অনেক বড় প্রকল্প, চ্যালেঞ্জিংও অনেক। এখন পরবর্তী পদক্ষেপ গ্রহনের ব্যাপারে আজকে রেল ভবনে আসলাম। পরবর্তী পদক্ষেপের বিষয়ে কথাবার্তা বলেছি।

প্রকল্প পরিচালক প্রকৌশলী মুহম্মদ আবুল কালাম চৌধুরী বলেন, দোহাজারী-কক্সবাজার রেল লাইন আরো বড় প্রকল্প ছিল। অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রকল্প বাস্তবায়ন করেছি।

কালুরঘাট সেতু নির্মাণের পরবর্তী পদক্ষেপের অংশ হিসেবে প্রকল্পের কনসালটেন্ট (পরামর্শক) নিয়োগের টেন্ডার আহবান করা হয়েছে। ঋণ চুক্তির শর্ত সাপেক্ষে টেন্ডারে অংশগ্রহণকারীদের মধ্যে দক্ষিণ কোরিয়ার পরামর্শক নিয়োগ দেয়া হবে। পরামর্শক নিয়োগের পর সেতুর ডিজাইন ফাইনাল হবে। এরপর ঠিকাদার নিয়োগ হবে। ভূমি অধিগ্রহণের ব্যাপারে প্রকল্প পরিচালক প্রকৌশলী মুহম্মদ আবুল কালাম চৌধুরী বলেন, এখন ভূমি অধিগ্রহণের আইন পরিবর্তন হয়েছে। আগে পরামর্শক নিয়োগের পরপরই ভূমি অধিগ্রহনের কাজ শুরু হত। ডিসির ফান্ডে (এলএ ফান্ডে) অধিগ্রহনের টাকা জমা দিয়ে দিতে হতো। এখন নতুন আইনে ৭ ধারার নোটিশ জারির পরই ডিসির ফান্ডে টাকা জমা হবে।

রেল ভবন সূত্রে জানা গেছে, কালুরঘাট নতুন সেতুর পুরো টাকা দক্ষিণ কোরিয়ার। প্রকল্পের ১১ হাজার ৫৬০ কোটি ৭৭ লাখ টাকার মধ্যে ৭ হাজার ১২৫ কোটি ১৫ লাখ টাকা দিচ্ছে দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ) এবং ইকোনমিক ডেভেলপমেন্ট প্রমোশন ফ্যাসিলিটি (ইডিপিএফ)। অবশিষ্ট ৪ হাজার ৪৩৫ কোটি ৬২ লাখ টাকা বাংলাদেশ সরকারের। ভূমি অধিগ্রহন সরকারি অর্থায়নে হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, চট্টগ্রামবাসীর বহুল প্রতীক্ষিত কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর দিয়ে রেল কাম সড়ক সেতু নির্মাণ প্রকল্পটি গত বছরের ৭ অক্টোবর একনেক সভায় অনুমোদন দেয়া হয়।
মূল প্রকল্পের কার্যক্রমের মধ্যে রয়েছে ৭০০ মিটার রেল-কাম-রোড ব্রিজ নির্মাণ, ৬ দশমিক ২০ কিলোমিটার ভায়াডাক্ট নির্মাণ, ২ দমমিক ৪০ কিলোমিটার সড়ক ভায়াডাক্ট, ৪ দশমিক ৫৪ কিলোমিটার বাঁধ, ১১ দশমিক ৪৪ কিলোমিটার রেলপথ নির্মাণ এবং আনুষঙ্গিক কাজ।

প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, চট্টগ্রাম এবং কক্সবাজারের মধ্যে নির্বিঘœ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান পুরাতন সেতুর পাশে কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর নতুন রেল-কাম-সড়ক সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। রেলপথ মন্ত্রণালয় ২০৩০ সালের ডিসেম্বরের মধ্যে রেল-কাম-সড়ক সেতু প্রকল্পের কাজ শেষ করবে।

এসডি/

 

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পাহাড়তলীতে দুই ডাকাত গ্রেপ্তার, লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত দলের সদস্যকে...

কোতোয়ালীতে ৬ ছিনতাইকারী গ্রেপ্তার, স্বর্ণালংকার উদ্ধার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অভিযান চালিয়ে ছয়জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে...

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদ ৭ জুন

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে...

চান্দগাঁওয়ে ছিনতাইকারীসহ তিন আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশ এক বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ...

জামাল খানে দু’পক্ষের মারামারি 

জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ কর্মসূচীকে ঘিরে চট্টগ্রামে...

সীতাকুণ্ডে বারটি গরুসহ ট্রাক ছিনতাই; পুলিশী তৎপরতায় উদ্ধার

সীতাকুন্ডের শিতলপুর এলাকায় গত ২৪ মে শনিবার গভীর রাতে...

আরও পড়ুন

চান্দগাঁওয়ে ছিনতাইকারীসহ তিন আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশ এক বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে।বুধবার (২৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় চালানো পৃথক...

জামাল খানে দু’পক্ষের মারামারি 

জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদ কর্মসূচীকে ঘিরে চট্টগ্রামে দু’পক্ষের মারামারি হয়েছে।বুধবার (২৮ মে) বিকালে জামালখানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ দুটি সংগঠনের নেতাকর্মীদের...

সীতাকুণ্ডে বারটি গরুসহ ট্রাক ছিনতাই; পুলিশী তৎপরতায় উদ্ধার

সীতাকুন্ডের শিতলপুর এলাকায় গত ২৪ মে শনিবার গভীর রাতে সড়কে ব্যারিকেড দিয়ে নোয়াখালী থেকে ছেড়ে আসা গরু বোঝাই গাড়িতে উঠে গরুর মালিক, চালক-হেল্পার কে...

আনোয়ারায় পুকুরে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু 

আনোয়ারায় পুকুরের পানিতে ডুবে ওয়াজিহা জান্নাত আয়াত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) বিকেল ৩টার দিকে উপজেলার বারখাইন তৈলারদ্বীপ এলাকায় এ ঘটনা...