কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীতে বন্য হাতির মৃত্যু হয়েছে।
বুধবার(১২ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জের বিচইন্নাঘোনা এলাকায় এই বন্য হাতির রহস্যজনক মৃত্যু হয়।
চকরিয়া উপজেলা ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, ঘটনাস্থলে বনবিভাগের কর্মীরা গিয়ে উদ্ধারের কাজ শুরু করছে। বন্য হাতিটির মৃত্যুর রহস্য উদঘাটনে বন বিভাগের একটি টিম কাজ করছে।
আর এইচ/