আনোয়ারা উপজেলায় নিম্নমানের খাবার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে দুই বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার কালাবিবি দীঘি এলাকায় ও বৈরাগ এলাকায় এ জরিমানা করা হয়।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএসটিআই কর্তৃপক্ষ সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আকতার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ।
জানা যায়, উপজেলার কালাবিবি দীঘির নিউ ঢাকা বেকারি ও বৈরাগ ইউনিয়নের আর. রহমান বেকারিতে নিম্নমানের খাবার, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও বিএসটিআই কর্তৃক অনুমোদন না থাকা এবং সেই সঙ্গে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা করে মোট একলাখ টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ বলেন, ‘জনস্বার্থে এ ধরনের এ অভিযান চলমান থাকবে।’
আর এইচ /