ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তিনটি শর্ত দিয়েছেন। তিনি দাবি করেছেন, হিজবুল্লাহকে ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে দূরে সরে যেতে হবে, সিরিয়া থেকে অস্ত্র সরবরাহের লাইন বন্ধ করতে হবে এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীকে অবাধে কাজ করার স্বাধীনতা দিতে হবে।
নেতানিয়াহু সোমবার ইসরায়েলের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সঙ্গে আলোচনায় বলেন, চলমান সংঘাতের পেছনে ইরানের হাত রয়েছে, যা বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে গাজা, পশ্চিম তীর, লেবানন, ইয়েমেন, ইরান, ইরাক এবং সিরিয়ায় অস্থিরতা সৃষ্টি করছে।
এদিকে, ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র তেল আবিব এবং বৈরুতের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মধ্যস্থতা করছে। মার্কিন দূত আমোস হোচস্টেইন মঙ্গলবার বৈরুতে পৌঁছাবেন এবং লেবাননের প্রতিক্রিয়া সংগ্রহ করবেন। বুধবার তিনি ইসরায়েলে ফিরে যাবেন।
যদিও ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্ত হিসেবে সেনাবাহিনীকে হামলা চালানোর অনুমতি দেওয়ার কথা বলেছে, লেবানন এ শর্তটি প্রত্যাখ্যান করেছে। লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি এই শর্তকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন এবং লেবাননের সার্বভৌমত্ব রক্ষার কথা পুনর্ব্যক্ত করেছেন।
গত বছর ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনের পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ তীব্র হয়ে ওঠে। চলতি বছরের সেপ্টেম্বরে, ইসরায়েল হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে বিমান হামলা চালায় এবং গত মাস থেকে দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে।
লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৩ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, প্রায় ১৫ হাজার আহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব লেবাননের সরকার এবং হিজবুল্লাহ গ্রহণ করেছে, তবে চূড়ান্ত চুক্তি এখনও সম্পন্ন হয়নি। সংশ্লিষ্ট কূটনীতিকরা জানিয়েছেন, চুক্তির বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি, তবে প্রাথমিক আলোচনা অনুযায়ী একটি চুক্তি হতে পারে।