Monday, 18 November 2024

সংঘাত থেকে সংলাপ: বৈরুতে যুদ্ধবিরতির চেষ্টায় আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত বন্ধের উদ্যোগ হিসেবে লেবাননে যুদ্ধবিরতির আলোচনায় যোগ দিতে মঙ্গলবার (১৯ নভেম্বর) বৈরুতে যাচ্ছেন মার্কিন প্রতিনিধি অ্যামোস হোচেস্টেইন। সূত্র জানিয়েছে, এই আলোচনায় লেবানন তাদের আনুষ্ঠানিক অবস্থান জানাতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি, জাতিসংঘের ১৭০১ নম্বর প্রস্তাব অনুযায়ী শান্তি চুক্তির পথ খুঁজে বের করা হবে।

যুদ্ধ পরিস্থিতি ও সাম্প্রতিক হামলা
ইসরায়েলের হামলা তীব্রতর হওয়ায় এ আলোচনার গুরুত্ব বেড়েছে। রবিবার ইসরায়েলি বোমা হামলায় বৈরুতের দুটি এলাকায় ছয় জন নিহত হন, যাদের মধ্যে অন্তত একজন হিজবুল্লাহর শীর্ষ নেতা ছিলেন বলে জানা গেছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর হামলার প্রতিক্রিয়ায় তারা এই অভিযান চালাচ্ছে।

গত এক মাসে প্রথমবারের মতো বৈরুতের কেন্দ্রীয় এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এর আগে গাজায় হামাসের সঙ্গে সংঘাতে জড়ানোর প্রতিবাদে ইসরায়েলে হিজবুল্লাহ হামলা শুরু করেছিল।

যুদ্ধবিরতির আলোচনা
জাতিসংঘের ১৭০১ নম্বর প্রস্তাব অনুযায়ী, লেবাননের দক্ষিণাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য হিজবুল্লাহকে লিটানি নদীর উত্তরে সরে যাওয়ার শর্ত দেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক সংঘাত ও ইসরায়েলের অতিরিক্ত দাবির কারণে এই আলোচনা জটিল হয়ে পড়েছে। ইসরায়েল দাবি করছে, চুক্তি লঙ্ঘন হলে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের থাকতে হবে, যা লেবানন প্রত্যাখ্যান করেছে।

মার্কিন প্রতিনিধি ও ভূমিকা
মার্কিন প্রতিনিধি অ্যামোস হোচেস্টেইন মঙ্গলবার বৈরুতে বৈঠক করবেন। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবীহ বেরি আলোচনায় নেতৃত্ব দেবেন। হিজবুল্লাহ তাকে এই দায়িত্বে মনোনীত করেছে।

ভবিষ্যৎ সম্ভাবনা
২০০৬ সালের যুদ্ধের পর থেকে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চললেও সাম্প্রতিক সংঘাত উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর দীর্ঘমেয়াদী শত্রুতা ও আঞ্চলিক আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের মধ্যস্থতায় এই সংঘাত নিরসনের পথ কীভাবে তৈরি হয়, তা এখন দেখার বিষয়।

সর্বশেষ

বান্দরবানে জামায়াতুল আনসারের ১০ সদস্য মুক্ত

বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত জামায়াতুল আনসার ফিল...

৬ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে ফখরুলের সাক্ষাৎ

ইউরোপীয় ইউনিয়নভুক্ত ছয় দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি...

মোবাইলে ‘এলাকার বাদশা’ পরিচয়ে ব্যবসায়ীদের থেকে চাঁদা দাবি, গুম ও খুনের হুমকি

প্রায় এক মাস ধরে দক্ষিণ চট্টগ্রামের ব্যবসায়ের অন্যতম স্থান...

নতুন বাংলাদেশ বিনির্মাণে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সহযোগিতা চাইলেন উপদেষ্টা নাহিদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন,...

ডেঙ্গুর আগ্রাসনে জনজীবন বিপর্যস্ত

দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক রূপ ধারণ করছে। গত ২৪...

ডেভিস কাপ খেলতে বাহরাইন যাচ্ছে বাংলাদেশ টেনিস দল

বাহরাইন টেনিস ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিতব্য ‘২০২৪ ডেভিস কাপ এশিয়া/ওশানিয়া...

আরও পড়ুন

নতুন বাংলাদেশ বিনির্মাণে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সহযোগিতা চাইলেন উপদেষ্টা নাহিদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার সারা পৃথিবী থেকে সমর্থন পেয়েছে যা এখনো অব্যাহত আছে। বর্তমান অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার...

মার্কিন অস্ত্রে ইউক্রেনের আঘাত: তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে পৃথিবী, হুঁশিয়ারি রাশিয়ার

রাশিয়ার ভেতরে মার্কিন দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন হামলা চালালে বিশ্ব এক ভয়াবহ সংঘাতের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। মস্কো মনে করছে,...

কতদিন থাকবে অন্তর্বর্তী সরকার, জানালেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নতুন সংবিধানে সরকারের মেয়াদ চার বছর হতে পারে। কারণ জনগণ দ্রুত এগিয়ে যেতে চায়। বর্তমান অন্তবর্তী সরকার...

পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টায় পূর্ণ সহায়তা দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, তার সরকার বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করা অর্থ ফিরিয়ে আনার প্রচেষ্টায় ঢাকাকে পূর্ণ সহায়তা দেবে।রবিবার...