Wednesday, 6 November 2024

সাজেক পর্যটন কেন্দ্র খুলছে আজ 

স্টাফ করেসপন্ডেন্ট

দীর্ঘ এক মাস ১২ দিন পর আজ  মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য খুলছে খাগড়াছড়ি ও সাজেকে পর্যটন কেন্দ্রগুলো।

গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।

তিনি বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে প্রশাসন। এখন পর্যন্ত নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো মঙ্গলবার থেকে উন্মুক্ত হবে ফলে পর্যটকরা খাগড়াছড়ি হয়ে সাজেক ভ্রমণ করতে পারবেন।’

এর আগে গত ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনায় ২৫ সেপ্টেম্বর থেকে কয়েক দফায় সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে রাঙামাটি জেলা প্রশাসন। এতে কার্যত বন্ধ হয়ে যায় সাজেকে পর্যটকদের প্রবেশ।

সাজেক কটেজ মালিক সমিতি সূত্রে জানা যায়, সাজেকে মোট ১২০টি রিসোর্ট-কটেজ রয়েছে। গত এক মাসেরও বেশি সময় ধরে সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকশূন্য থাকার কারণে রিসোর্ট-কটেজের অধিকাংশ কর্মচারী সাজেক ছেড়ে চলে গেছেন।

এছাড়া সহিংসতার জেরে ৮ অক্টোবর খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্রে বিরত থাকার অনুরোধ জানায় প্রশাসন। একমাস বন্ধ থাকার পর আজ খুলছে খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্র।

পর্যটন কেন্দ্র উন্মুক্ত করার সিন্ধান্তকে স্বাগত জানিয়েছে খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক অনন্ত বিকাশ ত্রিপুরা। তিনি বলেন,” এখানকার পর্যটন খাতের সাথে অনেক মানুষের জীবন -জীবিকা জড়িত। পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকায় এখাতে অনেকে বেকার হয়ে পরেছে। পর্যটন চালু হওয়ায় খাত সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরেছে।

এই বিষয়ে খাগড়াছড়ির জেলাপ্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘মঙ্গলবার থেকে খাগড়াছড়ি জেলার সকল পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। সাজেকে যেহেতু খাগড়াছড়ি জেলা সড়ক হয়ে যেতে হয় সেক্ষেত্রে মঙ্গলবার থেকে সাজেকেও পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

 

সর্বশেষ

কম দামে আনোয়ারায় ডিম বিক্রি করছে প্রাণি সম্পদ দপ্তর

আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, ভেটেরিনারি...

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আনোয়ারায় ২ লক্ষ টাকা জরিমানা  

আনোয়ারা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান...

গণতন্ত্র পুনরুদ্ধার ‘ভূতের মুখে রামনাম’

গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান...

দেশে সাড়ে তিন কোটি শিশুর রক্তে বিপজ্জনক মাত্রায় সিসা: ইউনিসেফ

সিসা দূষণে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান...

নিষিদ্ধ করতে হবে সব পদার্থে ক্ষতিকর সিসার ব্যবহার

সিসা বিষক্রিয়ায় মৃত্যুহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এ অবস্থায়...

উপদেষ্টা  নাহিদের সঙ্গে শহীদ আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে...

আরও পড়ুন

গণতন্ত্র পুনরুদ্ধার ‘ভূতের মুখে রামনাম’

গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ যে বক্তব্য দিয়েছেন সেটাকে ‘ভূতের মুখে রামনাম’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

দেশে সাড়ে তিন কোটি শিশুর রক্তে বিপজ্জনক মাত্রায় সিসা: ইউনিসেফ

সিসা দূষণে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে চতুর্থ। বিপজ্জনক মাত্রায় দেশে সাড়ে তিন কোটির বেশি শিশুর রক্তে সিসা রয়েছে বলে জানিয়েছে...

নিষিদ্ধ করতে হবে সব পদার্থে ক্ষতিকর সিসার ব্যবহার

সিসা বিষক্রিয়ায় মৃত্যুহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এ অবস্থায় সব পদার্থে ক্ষতিকর সিসার ব্যবহার নিষিদ্ধ করতে হবে। অন্যথায় শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ মারাত্মকভাবে...

উপদেষ্টা  নাহিদের সঙ্গে শহীদ আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের পরিবার।মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে তথ্য ও সস্প্রচার...