Friday, 20 September 2024

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন: বাইডেনের মেয়াদে গাজায় যুদ্ধবিরতি চুক্তি অসম্ভব

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় এক বছর ধরে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। মধ্যস্থতাকারী কাতার ও মিশরের সঙ্গে গাজা উপত্যকায় হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি প্রায় অম্ভব বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

২০২৫ সালের জানুয়ারি মাসে হোয়াইট হাউস ছাড়বেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে নভেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এই নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হননি বাইডেন। তার পরিবর্তে কামালা হ্যারিস ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলায় ইসরাইলের ১১০০ জনের বেশি মানুষ নিহত হয়। এর পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় ৪১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

গেল এক বছরের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট অনেকবারই বলেছেন গাজা উপত্যকায় হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে কাতার ও মিশরসহ কয়েকটি দেশের সঙ্গে ওয়াশিংটন কাজ করে যাচ্ছে। এমনকি যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকছি বলেও মন্তব্য করেছেন তিনি। কিন্তু বাস্তবে তা ঘটেনি। মার্কিন কর্মকার্তারা এখন বলছেন, আগামী জানুয়ারিতে বাইডেন হোয়াইট হাউস থেকে বিদায় নেয়ার আগে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট এবং পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

মার্কিন এক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ‘খুব শিগগিরই কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। আমি নিশ্চিত নই যে এটি কখন সম্ভব হবে।’

মার্কিন কর্মকার্তার বলছেন, চুক্তি না হওয়ার পেছনে বড় দুটি বাধা রয়েছে, সেগুলো হলো হামাসের হাতে বন্দী প্রত্যেক জিম্মির বিপরীতে কতজন ফিলিস্তিনিকে ইসরাইল মুক্তি দিবে, আরেকটি হলো ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধি।

যদিও ওয়াশিংটনের কর্মকর্তার বলছেন, দুই পক্ষের মধ্যে একটি চুক্তির লক্ষ্যে তারা কাজ চালিয়ে যাবেন।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন প্রকাশের আগে বৃহস্পতিবার পেন্টাগনের মুখপাত্র সাব্রিনা সিং সাংবাদিকদের বলেন, ‘আমি আপনাকে বলতে পারি যে আমরা বিশ্বাস করি না যে চুক্তিটি ভেস্তে গেছে।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দুই সপ্তাহ আগে বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির ৯০ শতাংশ বিষয়ে দুই পক্ষ সম্মত হয়েছে। ওয়াশিংটন কয়েক মাস ধরে মধ্যস্থতাকারী কাতার এবং মিশরের সাথে কাজ করছে এবং ইসরাইল ও হামাসকে একটি চূড়ান্ত চুক্তিতে আনার চেষ্টা করছে।

গত ৩১ মে বাইডেন গাজায় তিন-পর্যায়ের একটি যুদ্ধবিরতি প্রস্তাব তুলে ধরেন। তাতে দাবি করা হয় ইসরাইল এতে সম্মত হয়েছে। যদিও পরবর্তীতে এ নিয়ে আর কোনো অগ্রগতি দেখা যায়নি।

সর্বশেষ

মূল অর্থনৈতিক সংস্কার উদ্যোগে বিশ্বব্যাংকের সহায়তার অঙ্গীকার

বহুপক্ষীয় ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংকের একজন সফররত শীর্ষ কর্মকর্তা বলেছেন,...

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন করা হবে : নাহিদ ইসলাম

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহতের পরিবার ও আহতদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন...

খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল থেকে দু’পক্ষের সংঘর্ষ : দোকানপাটে আগুনে আহত ১০

পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে...

আনোয়ারা ডেইরী ফার্মাস এসোসিয়েশন পুনর্গঠন: সভাপতি নুরুল হুদা , সম্পাদক তানভীর

আনোয়ারা উপজেলার খামারীদের সংগঠন আনোয়ারা ডেইরী ফার্মাস এসোসিয়েশনের  নতুন...

ফটিকছড়িতে বন্যার্তদের সহায়তা দিল সেনাবাহিনী 

ফটিকছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মানবিক সহায়তা দিয়েছে  বাংলাদেশ সেনা বাহিনী।...

মব জাস্টিস গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন,...

আরও পড়ুন

মূল অর্থনৈতিক সংস্কার উদ্যোগে বিশ্বব্যাংকের সহায়তার অঙ্গীকার

বহুপক্ষীয় ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংকের একজন সফররত শীর্ষ কর্মকর্তা বলেছেন, বিশ্বব্যাংক অন্তর্বর্তী সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত।আজ বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার ঢাকার...

খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল থেকে দু’পক্ষের সংঘর্ষ : দোকানপাটে আগুনে আহত ১০

পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ‘পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুপক্ষে সংঘর্ষের পর দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়।...

হেলিকপ্টারে চট্টগ্রামে আনা হলো সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় আটক হওয়া চট্টগ্রামের-৬ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে হেলিকপ্টার যোগে চট্রগ্রাম নিয়ে...

উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করা হবে

চট্টগ্রাম জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা বেগম বলেছেন, প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর, অত্যন্ত সুষ্ঠু...