Thursday, 19 September 2024

ড. ইউনূসের প্রতি ১৯৮ বিশ্বনেতার সমর্থন

চট্টগ্রাম নিউজ ডটকম:

বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বিশ্বের ৯২ জন নোবেলজয়ী এবং বিশ্বের বিভিন্ন দেশের ১০৬ জন নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের নেতারা।

এক যৌথ চিঠিতে এই অভিনন্দন জানান তারা। ৪ঠা সেপ্টেম্বর দ্য ওয়াশিংটন পোস্ট তাদের স্বাক্ষরিত এ চিঠিটি প্রকাশ করে।

চিঠিতে বাংলাদেশে সম্প্রতি নিজেদের আত্মত্যাগের মাধ্যমে জনগণ যেভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের নজির স্থাপন করেছেন, তা গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়। ড. ইউনূসের প্রতিশ্রুতি অনুযায়ী তার পাশে থাকার কথাও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। নোবেলজয়ী ও বিশ্ব নেতাদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, আমরা নিম্নে স্বাক্ষরকারীরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে পেরে আনন্দিত। বাংলাদেশের সকলের মতো অধ্যাপক ইউনূসও স্বৈরাচারের রোষানলে ভুগছেন। আজ, একটি গণতান্ত্রিক এবং ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের জন্য জনগণকে ধন্যবাদ জানাই। তারা স্বৈরাচারী ক্ষমতা থেকে দেশকে রক্ষা করেছে। অধ্যাপক ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন তার ‘দ্বিতীয় স্বাধীনতা’ উপভোগ করছে এবং জাতি হিসেবে এখন এর বিশাল সম্ভাবনা পূরণের সুযোগ রয়েছে।

আমরা বছরের পর বছর ধরে অধ্যাপক ইউনূসকে সমর্থন জানাতে পেরে গর্বিত। এটি বাংলাদেশের জন্য একটি অভূতপূর্ব নতুন ভোরের সূচনা। আমরা ইউনূসকে এবং বাংলাদেশের জনগণের জন্য আগামী মাস এবং বছরের জন্য শান্তি ও সাফল্য কামনা করি। আমরা অধ্যাপক ইউনূসকে শেষ পর্যন্ত সমগ্র দেশের, বিশেষ করে সবচেয়ে প্রান্তিক মানুষের উন্নতির জন্য কাজ করতে দেখে উচ্ছ্বসিত। ইউনূস যে আহ্বান গত ছয় দশক ধরে অত্যন্ত জোরালো ও সাফল্যের সঙ্গে অনুসরণ করে আসছেন। আমরা জানি দেশের তরুণরা যেমন ইউনূসকে অনুপ্রাণিত করেছে, তিনিও তেমনি তরুণদের নতুন ভবিষ্যতের জন্য নেতৃত্ব গঠনে সাহায্য করে অনুপ্রাণিত করবেন। বাংলাদেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ফিরিয়ে আনার এবং গণতন্ত্রের বিকাশ ঘটতে দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন ড. ইউনূস আমরা তাকে সাধুবাদ জানাই। প্রফেসর ড. ইউনূস যেভাবে একটি নতুন এবং উন্নত সভ্যতা তৈরিতে বিশ্বকে নেতৃত্ব দেয়ার জন্য বাংলাদেশ এবং অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য বারবার আহ্বান জানিয়েছেন, তাতে আমরা যেকোনো উপায়ে তাকে সাহায্য করতে প্রস্তুত। এতে আরও যারা স্বাক্ষর করেছেন তারা হলেন- শান্তিতে নোবেল বিজয়ী হোজে রামোস হোর্তা, শিরিন এবাদি, মোহাম্মেদ এল বারাদেই, জোডি উইলিয়ামস। এ ছাড়া রসায়ন, সাহিত্য, মেডিসিন এবং পদার্থতে পাওয়া নোবেলজয়ীরাও এতে স্বাক্ষর করেন। বিশেষ করে সাহিত্যে নোবেলজয়ী বিশ্ববিখ্যাত লেখক জন ম্যাক্সওয়েল কুতসিও ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে চিঠিতে স্বাক্ষর করেছেন। নোবেলজয়ী ব্যক্তিদের পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সুশীল সমাজের শতাধিক নেতা চিঠিটিতে স্বাক্ষর করেন।

সূত্র: বাসস

সর্বশেষ

গণহত্যায় উসকানির সঙ্গে জড়িত কবি, সাহিত্যিক, সাংবাদিকদের বিচারের আওতায় আনা হবে: নাহিদ ইসলাম 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, কবি,...

সম্মিলিত প্রচেষ্টায় সমবায় ব্যাংককে বিশ্বে রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে : হাসান আরিফ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ....

বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সহায়তা করবে জার্মানি : জার্মান রাষ্ট্রদূত

ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার বলেছেন, তার দেশ অন্তর্বর্তী...

গণহত্যায় শহিদ পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ টাকা

‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ থেকে ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে শহিদদের পরিবার...

মহেশখালীতে অস্ত্রসহ একজন আটক

কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ শাহজাহান নামক...

ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণ সংক্রান্তে গণশুনানী করলেন: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলার ভূমি ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণ, ভূমি জঠিলতা নিয়ে...

আরও পড়ুন

বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সহায়তা করবে জার্মানি : জার্মান রাষ্ট্রদূত

ঢাকাস্থ জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার বলেছেন, তার দেশ অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সহায়তা করবে এবং বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির জন্য ৬০০ মিলিয়ন ইউরো দেবে।জার্মান রাষ্ট্রদূত...

বাতিল হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সকল প্রকল্প

বিগত সময়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিপুল সংখ্যক প্রকল্প নেয়া হয়েছে উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সব ক্ষেত্রে...

জনবান্ধব পরিবেশ তৈরিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে: জনপ্রশাসন সচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেছেন, মানুষ যাতে আরও জনবান্ধব পরিবেশে চলাচল করতে পারে, নিরাপদ বোধ করে- এজন্য সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের...

পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত 

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আপাতত স্থগিত রাখা হয়েছে পঞ্চবার্ষিক পরিকল্পনা। এছাড়া এখন দাতা সংস্থাগুলো হাত খুলে সহায়তা দিতে চাচ্ছে। ইউএসএইড...