চট্টগ্রামের কর্ণফুলীতে ইয়াছিন আক্তার মুক্তা (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। সে উপজেলার জুলধা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হানিফ তালুকদার বাড়ির ইব্রাহিম খলিলের মেয়ে।
বুধবার (১৬ জুন) রাত ১২ টার দিকে নিজ বাড়িতে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। গলায় ফাঁস লাগিয়ে তার মৃত্যু হয়েছে বলে পরিবার নিশ্চিত করেছেন কর্ণফুলী শাহমীরপুর পুলিশ ফাঁড়ির আইসি নাছির উদ্দিন।
তিনি বলেন, গতরাতে জুলধা ৪নং ওয়ার্ডের হানিফ তালুকদার বাড়ির ইব্রাহিম খলিলের মেয়ে ইয়াছমিন আক্তার মুক্তা গলায় ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করেছে৷ মেয়েটি পাশের বাড়ির দিদার নামের একটি ছেলের সাথে প্রেম করত। ঘটনার দিন রাতে ছেলেটি মেয়েটির সাথে দেখা করতে গেলে মেয়েটির মা দু’জনকে দেখে পেলে৷ বিষয়টি নিয়ে মায়ের সাথে তার বাক বিতন্ডা হয়৷ ঘটনার পর মাঝরাতে মেয়েটি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে৷
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন গতরাতে রাতে কর্ণফুলী জুলধা থেকে গলায় ফাঁস দেয়া আহত এক কিশোরীকে হাসপাতালে আনে স্বজনরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।