কনকনে শীতের প্রভাব পড়েছে পার্বত্য জেলা বান্দরবানে। জেলায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল।
তীব্র শীতের কারনে অসুবিধায় পড়েছে নিম্ম আয়ের সাধারণ মানুষ।শীতের কারনে দিনের অনেকটা সময় সুর্যের দেখা মিলছে না, দেরিতে বাড়ি থেকে বের হচ্ছেন।বিশেষ করে সাঙ্গু নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী জনসাধারণের ভোগান্তি একটু বেশি।
এদিকে সকল শ্রেনীর মানুষ শীতের তীব্রতা নিবারনের চেস্টা করছেন শহরের রাস্তার পাশে চায়ের দোকানগুলোতে চা খেয়ে।
এদিকে শীতের প্রভাবে ক্রেতা বেড়েছে বিদেশি ব্রান্ডের পুরাতন কাপড়ের দোকানে,জেলার পুরাতন কাপড়ের ডিলার আবু তাহের জানালেন শীত বৃদ্ধির কারনে সকল শ্রেনী পেশার মানুষের কাছে পছন্দের তালিকায় আছে এই বিদেশি ব্রান্ডের পুরাতন কাপড়।১ শত থেকে ৩ শত টাকার মধ্যেই পেয়ে যাবেন ভালো মানের শীতবস্ত্র।
জেলা আবহাওয়া অফিস বলছে আগামী আরো কয়েকদিন কনকনে শীত ও ঘন কুয়াশা অব্যাহত থাকবে জেলা সদর সহ ৬ টি উপজেলায়।