আ. লীগের মনোনয়ন ফরম নিলেন ভূমিমন্ত্রী জাবেদ 

শেয়ার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম ১৩ ) আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে থেকে ভূমিমন্ত্রীর পক্ষে তার একান্ত সহকারি সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এ সময়ে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস.এম আলমগীর চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ, উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ