দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে সাতকানিয়ায় রোড শো করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান।
শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে শতাধিক মোটরসাইকেল, অটোরিকশা ও নৌকার আদালতে তৈরিকৃত মিনি ট্রাক করে এ রোড শো এর আয়োজন করা হয়। ডা. মিনহাজের নেতৃত্বে রোড শো’টি সাতকানিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ড এলাকা থেকে শুরু হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট গিয়ে হক টাওয়ার চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ডা. মিনহাজ তাঁর বক্তব্যে বলেন, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিলকে সাতকানিয়া-লোহাগাড়াসহ সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানিয়েছেন। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ নির্বাচনে জনগণ নিজেদের ভোটাধিকার প্রয়োগ নির্বাচনকে উৎসবে পরিণত করবে।
ডা.মিনহাজ আরও বলেন, মানুষ বিশ্বাস করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই এ দেশের ভবিষ্যৎ নিরাপদ। আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়, বাকি অসমাপ্ত কাজ সমাপ্ত হবে। আর নির্বাচন বানচালের যেকোন অশুভ পায়তারা ও অপশক্তি রুখতে আওয়ামীলীগের নেতা-কর্মীরা সব সময় প্রস্তুত রয়েছে।
এ সময় সাতকানিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি আলহাজ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা বেগম, পশ্চিম ঢেমশা ইউপি চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমন, কাউন্সিলর এনামুল কবিরসহ উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।